শিরোনাম
◈ অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি  ◈ ফের আইএমএফ দল ঢাকায়, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় পর্যালোচনা হবে ◈ রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ টোল আদায়ের সময় হাতাহাতি, দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু ◈ দেশবিরোধী অপপ্রচার রোধে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি বন্ধ করুন: ১৯ সাংবাদিক সংগঠন ◈ প্রতিহিংসা পরায়ণ খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার মহানুভবতা নজিরবিহীন: তথ্যমন্ত্রী ◈ আর স্যাংশন আসবে না, তলে তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের ◈ ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৮:০৮ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শামসুজ্জামানের অপরাধটা কোথায়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিয়াদ হাসান: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিক শামসুজ্জামান একজন মানুষের উক্তি, সত্য ঘটনা তুলে ধরেছেন। এটি করে তিনি কী অপরাধটা করেছেন, সেটা বোধগম্য নয়। একটা মানুষ যদি স্বাধীনতার দিনে ক্ষুধার্ত বোধ করে, সে যদি বঞ্চিত বোধ করে এবং সে যদি ওই কমেন্টটা দেয় যে, দেশ স্বাধীন হয়ে আমার কী লাভ হলো। অপরাধটা কোথায়?

বুধবার (২৯ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রথম আলো

ভারতের স্বাধীনতাসংগ্রামের ওপর নির্মিত একটি ছায়াছবির সংলাপের উদ্ধৃত দিয়ে তিনি বলেন, যে স্বাধীনতা আমাদের খেতে দেয় না, যে স্বাধীনতা এভাবে মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, সে স্বাধীনতা সম্পর্কে প্রশ্ন উঠতেই পারে। এটাকে খেদোক্তি বলে। তার অর্থ তো এই নয় যে স্বাধীনতাবিরোধী। এখন শামুসুজ্জামান সাহেব রিপোর্ট করেছেন, তার জন্য তাঁকে তুলে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা বলার কারণে যদি সাংবাদিককে হেনস্তা করা হয়, সেটা কি সরকারকে ক্রেডিট দিচ্ছে?

বিএনপির মহাসচিব বলেন, কিছু কিছু সাংবাদিক আছে, যাদের কিছু সুযোগ-সুবিধা দিয়ে দিয়ে তাদের দিয়ে তাদের পক্ষে কথা বলায়।

তিনি বলেন, টক শোগুলো যে হয়, দেখবেন, এমন এমন লোকদের নিয়ে আসে বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী মতের পক্ষ থেকে, যারা কথাই ঠিকমতো বলতে পারে না— এমনও আছে। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে, সেভাবেই আনা হয় এবং যারা কথা বলতে পারে, তাদের ডাকা হয় না। একটাই লক্ষ্য যে আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সভায় এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আরএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়