শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:০৪ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলগুলোই বিদেশিদের কথা বলার সুযোগ করে দিচ্ছে 

তরিকুল ইসলাম : সরকারবিরোধী দল সব সময়ই বিভিন্ন ইস্যু তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে। ক্ষমতাসীন দল ও বিরোধী পক্ষের মধ্যে অংশিদারিত্বমূলক কার্যক্রম ও সংকটে সংলাপের পরিবেশ না থাকায় অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের কথা বলার সুযোগ করে দিচ্ছে রাজনৈতিক দলগুলো। যার ফলে চলমান সংকট দূর না হলেও কূটনীতিকদের সরব হওয়াটা অনেকটাই রুটিন ওয়ার্কে পরিণত হয়ে যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবারও জাতীয় নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছেন বিদেশি কূটনীতিকরা। কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপের জন্য দেশের রাজনৈতিক দুর্বলতাকেই দায়ি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংকট নিয়ে যখনই কূটনীতিকরা কথা বলেছেন, সেটি সরকার ছাড়া বিরোধীপক্ষ সব সময়ই সমর্থন করেছে। এই ধারাটা কিন্ত হঠাৎ করেই হয়নি, প্রায় তিন যুগ ধরেই এমনটি হচ্ছে।

১৯৯১ সালের পরে রাজনৈতিক সংকট দেখা দিলে শুরু হয় বিদেশিদের নাক গলানোর সুযোগ। আর তাতে সায় ছিলো ক্ষমতার বাইরে রাজনৈতিক দলগুলোর। তবে সরকারে থাকা দলগুলো কখনোই কূটনীতিকদের এই কথা বলা পছন্দ করেনি।

তারাই আবার যখন বিরোধী দলে থাকে তখন কূটনীতিকদের বক্তব্যে সমর্থন করে। এভাবে চলতে থাকলে বিদেশিদের কথা বলা থেকে বিরত রাখা যাবে না।


তিনি বলেন, ২০০৬ সালের শেষ দিকে এবং ২০০৭ সালের প্রথম দিকে ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশের কিছু কূটনৈতিক ছিলেন বেশ তৎপর ছিলেন। আমি মনে করি, স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও সুস্থ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা পেলে তখন হয়তো এই ইস্যুগুলোতে বিদেশিদের কথা বলার সুযোগ থাকবে না।

ভারতে কখনোই বিদেশিরা এ সুযোগ পায় না। কারণ সেখানে নির্বাচন ব্যবস্থা শক্তিশালী। এমনকি পৃথিবীর অনেক দেশেই বিদেশিরা এসব বিষয়ে নাক গলাতে পারে না।

গণতন্ত্র ও মানবাধিকারের মতো ইস্যুগুলোতে সুযোগ থাকলে কথা সবাই বলবে। বিভিন্ন দেশের কূটনীতিকরা শিষ্টাচার ও নিয়ম মেনে  চলবেন, এমনটাই প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, শক্তিশালী দেশ কূটনীতিকদের এসব পদক্ষেপের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নিতে পারে।

তবে আমাদের সেই শক্তি কিংবা সামর্থ্য নেই, তাই আমরা এ পদক্ষেপ নেইনি। তবে সময় হলে আমরাও পদক্ষেপ নেব। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ প্রশ্ন করেন।

আমার মনে হয়, এখনো আমাদের দেশের অনেকেরই নিজের দেশ সম্পর্কে সম্মানবোধের কিছুটা ঘাটতি রয়েছে। এই কালচার পরিবর্তন করা প্রয়োজন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়