শিরোনাম
◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ◈ জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ ◈ শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ ◈ চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার কাদের সবসময় মিথ্যা কথা বলে: পলাতক জাহাঙ্গীর কবির নানকের সাথে হাসিনার আরেকটি ফোনালাপ ফাঁস

জাহাঙ্গীর কবির নানক বলেন, জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল অর্ডার করছে উত্তর থেকে ভোলার কাদের ফোন করছে।

 শেখ হাসিনা বলেন, ভোলার কাদের তো আসলে মিথ্যা বাদী, ওর কথা কইও না তো ও খালি মিথ্যা বলে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, জি আপা জ্বি আপা, ওটা ও সবসময় কিন্তু মিথ্যা কথা কয়, আপা তাহলে আমি আমি একটু খবর নেই আমি। 

শেখ হাসিনা বলেন, মির্জা আজমকে তুমি জিজ্ঞেস করো হ্যাঁ কে বলছে যদি ইন্টেলিজেন্ট বা থেকে বলা হয় করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকলে তখন ওরা নামতে সাহস পাবে না এখানে সাপোর্ট হবে।

জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায়।

২০২৪ এর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এ কথা বলেন।

ফোনালাপের ক্লিপে যেখানে শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানক রাজনৈতিক কৌশল ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছেন।

কথোপকথনের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে জাতীয় পার্টি। এতে উল্লেখ করা হয় যে জাতীয় পার্টি একটি "জীবন্ত লাশের" মতো এবং এর নেতা রওশন এরশাদ অসুস্থ এবং সম্ভবত মৃত্যুর কাছাকাছি। রওশন এরশাদ মারা গেলে জিএম কাদেরকে দিয়ে এই দলটিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা নিয়ে আলোচনা হয়।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল।

জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।

নানক মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়