শিরোনাম
◈ ভারত যাচ্ছেন জয়, শেখ হাসিনার সঙ্গে দেখা হবে? ◈ নগদের সিইও জালিয়াত, পদে থাকতে পারবেন না: গভর্নর ◈ ৮ মাসে তিতাসের ৩৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ শেরপুরে অতি বর্ষণে আকস্মিক বন্যার আশঙ্কায়, আগাম প্রস্তুতি ◈ বাজেটে তিন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ ড. জাহিদ হোসেনের ◈ পাপন কোথায়? দেশে নাকি বিদেশে? যা জানা গেল ◈ ভারতের নিষোধাজ্ঞায় বেনাপোল বন্দরে  আটকে গার্মেন্টস শিল্পের শতাধিক ট্রাক ◈ বেনাপোল সিমান্তে  ৫০০ গ্রাম হিরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক ◈ কাঙ্ক্ষিত সেবা দিয়েই জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার ◈ বেনাপোলে এসএ পরিবহন থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ মন ভায়াগ্রা পাউডার জব্দ

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৫, ০৮:০১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 'সিদ্ধান্তের সীমা' নিয়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে বিতর্ক

এল আর বাদল : সম্প্রতি রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া, আইএমএফ-এর ঋণের জন্য এনবিআর বিলুপ্ত করাসহ অন্তর্বর্তী সরকারের আরো কিছু সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে।

নির্বাচনের বাইরে কী কী সিদ্ধান্ত নিতে পারে?

করিডর ও বন্দর নিয়ে এরইমধ্যে রাজপথে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে কিছু রাজনৈতিক দল। 'বিনিয়োগের পরিবেশ নিয়ে সভা করা অন্তর্বর্তী সরকারের কাজ না', এমন মন্তব্য করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা এর মতবিনিময় সভায় যায়নি বিএনপি।

এছাড়াও আলোচনায় আছে কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেয়া। সেন্ট মার্টিন নিয়ে কী হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। প্রতিটা ক্ষেত্রেই সরকারের নিজস্ব ব্যাখ্যা থাকলেও নানা রাজনৈতিক দল এসব ব্যাখ্যা মানতে নারাজ। -- ড‌য়ে‌চে‌ভে‌লে

এপ্রিলের শেষ দিকে প্রধান উপদেষ্টার কাতার সফরের সময় তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কাতারকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে  বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা । এজন্য কাতারকে আলাদা একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে দেয়ার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বেশ কয়েকটি রাজনৈতিক দল এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের এইসব কাজের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম মনে করেন, "এই সরকার চাইলেই সব কিছু করতে পারে না।

অধ্যাপক আইনুল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে তুলনা করেন। তিনি মনে করেন, "তত্ত্বাবধায়ক সরকার রুটিন ওয়ার্ক করে। তাদের প্রধান কাজ হলো নির্বাচন। এই সরকার একটি বিশেষ পরিস্থিতির সরকার এটা আমরা সবাই জানি। তারপরও তাদের নির্বাচনকে কেন্দ্র করেই এগিয়ে যাওয়া উচিত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুলনার ব্যাপারে একমত নন। তিনি ডিডাব্লিউকে বলেন, "প্রত্যেকটা বিষয়ে এই সরকারের ম্যান্ডেট আছে। আপনাকে বুঝতে হবে এটা গণঅভ্যুত্থানের সরকার। এটা আগের তত্তাবধায়ক সরকারের মতো না। প্রত্যেকটা বিষয়ে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট আছে।

-- চার ইস্যু নিয়ে বিতর্ক --

রাজনৈতিক নেতা ও বিশ্লেষকেরা বলছেন, সরকারের যে কয়টি সিদ্ধান্ত বা আলোচনা নিয়ে এখন বিরোধিতা তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে-. চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়া, রাখাইনে মানবিক করিডোর, কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা করতে আহ্বান এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা।

তারা বলছেন, এই বিষয়গুলোর সঙ্গে দেশের নিরাপত্তা, অর্থনীত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে। সরকার এর কোনো বিষয়ই পরিস্কার করছে না। ফলে এ আরো সন্দেহ তৈরি করছে। আর এই সরকার কতটুকু করতে পারবে সেই সীমানা সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা থাকা উচিত।

প্রেস সচিব বলেন, "এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু এটা (নির্বাচন) করবে? হ্যাঁ, ডেমোক্রেসি রেস্টোর করা আমাদের সবচেয়ে বড় কাজগুলোর একটি। আমরা সে অনুযায়ী কাজ করছি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় আমরা নির্বাচন করব। করে আমরা আমাদের কাজটা শেষ করে চলে যাব,

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বক্তব্যকে সিপিবির সাধারণ সম্মাদক রুহিন হোসেন প্রিন্স "ঔদ্ধত্বপূর্ণ" বলে অভিহিত করেন। তিনি বলেন, "তিনি মনে করছেন সবকিছু করা তার দায়িত্ব। আমি অনুরোধ করবো তিনি যেন তার এই বক্তব্য প্রত্যাহার করেন। কারণ যেসব কাজের কথা বলা হচ্ছে ওগুলো করা ওনাদের দায়িত্ব না।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডিডাব্লিউকে বলেন, "আসলে প্রফেসর ইউনূস একজন ব্যবসায়ী মানুষ। তিনি রাষ্ট্রকে নিয়ে ব্যবসা করতে চাইছেন। তিনি ক্রমান্বয়ে মূল কাজ থেকে সরে গিয়ে রাষ্ট্রকে বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন, যেটি তার করা উচিত নয়।

তিনি বলেন, "তার যে কাজ সেটি করা উচিত, সেটা হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়