শিরোনাম
◈ নুরকে দল থেকে সাময়িক অব্যাহতির বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল ◈ দুই বছর পর সন্ধান মিলল বরগুনার ১৭ নিখোঁজ জেলের, ভারতের গুজরাটের কারাগারে বন্দি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি? ◈ বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, যেভাবে লুকানো ছিল গোপন ডিভাইস, আটক দেড় শতাধিক (ভিডিও) ◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনজীরের সম্পদ জব্দ করলেও গ্রেপ্তারের কোনো আদেশ দেওয়া হয়নি: গয়েশ্বর 

শাহানুজ্জামান টিটু: পুলিশের আইজি বেনজীর আহমেদের সম্পদ জব্দ করলেও মামলার ট্রায়াল তো হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, সেই মামলায় বেনজীর হাজিরাও দেননি; উচ্চ আদালত থেকে জামিনও নেননি। সে তো কোনো কেয়ার করছেন না। সম্পদ জব্দ করলেও বেনজীরকে গ্রেপ্তারের কোনো আদেশ দিয়েছেন? দেননি।  

‘অপরাধ করলে কেউ পারবে না’ গত শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানতে চান, সাবেক সেনা প্রধান  ও পুলিশের সাবেক আইজি ,সংসদ সদস্য আনারকে অপরাধি কে বানিয়েছে।  

শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস’র উদ্যোগে ডিআরইউ’তে অনুষ্ঠিত আলোচনা সভায়  তিনি এ প্রশ্ন করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজীর আহমেদ ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে আমরা মনে হয় অনেকে তুষ্টিতে আছি। এই যে বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে; মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের ওপর দায় চাপিয়েছে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন,‘ অপরাধীকে শাস্তি পেতেই হবে।’ এই অবস্থায় আমার প্রশ্ন তাদের অপরাধী বানালো কারা?

তিনি বলেন, এই যে বিনা ভোটে নির্বাচনে ১৫৩ জন বিনাভোটে এমপি ও দিনের ভোট রাতে হলো, এখন চোখ ওল্টাতে পারবেন? যদি পাল্টা চোখ ওল্টায় তাহলে তো ঝিনাইদহের এমপির মতো ঘটনা ঘটতেও তো পারে। আসলে আপনারা যা বলছেন, তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নিতে বলেছেন। আসলে এরা সবাই খালাস পাবেন।  

ওয়ান ইলেভেনে তারেক রহমানকে গ্রেপ্তারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্লাকমেইল করতে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন,তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা। 

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলালখানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জল, সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক সাইদ সোহরাব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়