শিরোনাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৪, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৪, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অষ্টমবার বাড়লো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 

আনিস তপন: [২] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জারি করা আদেশে বলা হয়েছে, নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তির মেয়াদ আবারও ছয় মাস বাড়ানো হল।

[৩] আদেশে বলা হয়েছে, এসময় তিনি রাজধানীর নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এসময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। 

[৪] এতে আরও বলা হয়, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর’ এর ধারা-৪০১(১) এ দেওয়া ক্ষমতাবলে দুটি শর্তে খালেদা জিয়ার দণ্ডাদেশ ২৫ মার্চ থেকে ৬ মাসের জন্য স্থগিত করা হলো।

[৫] খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ ২৫ মার্চ শেষ হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়