শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিপেইড মিটারে দ্রুত টাকা কেটে নিচ্ছে? কারণ জানুন, সমাধান নিন

দেশজুড়ে দিন দিন বাড়ছে বিদ্যুতের প্রিপেইড মিটারের ব্যবহার। এই মিটার অনেকটা মোবাইল ফোনের মতো—যতক্ষণ টাকা থাকে, ততক্ষণই সংযোগ সচল থাকে। টাকা ফুরালেই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। যদিও এই মিটারে নির্দিষ্ট পরিমাণ ‘লোন’ সুবিধাও থাকে, তবুও ব্যবহারকারীদের অনেকেই পড়ছেন বিভিন্ন সমস্যায়।

বিশেষ করে, একাধিক ব্যবহারকারীর অভিযোগ—মিটারে টাকা রিচার্জ করার পরও খুব দ্রুতই টাকা কেটে যাচ্ছে, যা হতাশাজনক ও বিরক্তিকর। তবে কিছু কৌশল ও সতর্কতা মেনে চললে আপনি এই সমস্যার সহজ সমাধান পেতে পারেন।

প্রিপেইড মিটারে বেশি টাকা কাটছে মনে হলে কী করবেন?

১. প্রথমে মিটারের ব্যালান্স চেক করুন।

রিচার্জ করার পর কত টাকা রয়েছে তা দেখে নিন।
বাসার সব বৈদ্যুতিক যন্ত্রপাতি কিছু সময়ের জন্য বন্ধ রাখুন।
লাইট, ফ্যান, ফ্রিজ ইত্যাদি একযোগে বন্ধ করে দিন এবং প্রায় ৩০ মিনিট অপেক্ষা করুন।
তারপর আবার মিটারের ব্যালান্স দেখুন।
যদি দেখেন কোনো ব্যবহার না করেও টাকা কেটে নিচ্ছে, তাহলে মিটারে যান্ত্রিক ত্রুটি আছে বলে ধরে নিতে হবে।

এই অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সমস্যার কথা জানান। যদি সমাধান না হয়, মিটার বদল করে নেওয়া শ্রেয়।

মিটার ঠিক থাকলেও বেশি টাকা কাটছে? এই জিনিসগুলো চেক করুন

ইউনিটের হার ও পরিমাণ চেক করুন।
কোড ব্যবহার করে মিটারের ইউনিট, ট্যারিফ রেট ও লোড (কত কিলোওয়াট) যাচাই করুন।
২ কিলোওয়াট ও ৪ কিলোওয়াট মিটারে চার্জ ভিন্ন হয়।
ইউনিট ব্যবহারের সীমা অনুযায়ী চার্জ কাটা হয়:

৭৫ ইউনিট পর্যন্ত: সাধারণ রেট (প্রতি ইউনিট প্রায় ৪ টাকা)
৭৫–১৫০ ইউনিট: উচ্চ রেট
১৫০–৩০০ ইউনিট: আরও বেশি রেট
৩০০ ইউনিটের বেশি হলে: বাণিজ্যিক হারে চার্জ কাটা শুরু হয়, যা প্রতি ইউনিটে ১০–১২ টাকা পর্যন্ত হতে পারে।
ডাবল মিটার ব্যবহার করুন (যদি সম্ভব হয়):

যদি বাড়িতে একাধিক পরিবার বা ইউনিট থাকে, তাহলে আলাদা আলাদা মিটার ব্যবহার করলে প্রতিটি মিটারে ইউনিট সীমার মধ্যে থাকবে এবং চার্জ কম কাটবে।

উদাহরণ: যদি প্রথম ১০ দিনে ৫০০ টাকার বিদ্যুৎ ব্যয় হয়, কিন্তু পরবর্তী ৫ দিনেই একই পরিমাণ টাকা কেটে যায়—তাহলে নিশ্চিত বুঝতে হবে, আপনি ইউনিট সীমা পার করে ফেলেছেন, এবং এখন উচ্চ ট্যারিফে চার্জ কাটা শুরু হয়েছে।

প্রিপেইড মিটার ব্যবহারে সতর্কতা ও নিয়ম জানা না থাকলে খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে। তাই সচেতন থাকুন, নিয়ম মেনে চালান, প্রয়োজন হলে মিটার চেক করান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়