বন্যা মির্জা: [১] ক্রিকেট খেলা। [২] হিন্দি সিনেমা, বলিউড মুভি বলতে যা বোঝায়। [৩] সমরেশ মজুমদারের লেখা বই। কারণ আমি তাঁর লেখা পড়ে বড় হইনি। বড় হয়ে তাঁর লেখা পড়েছি। [৪] বেশী ভালো লোক, কারণ ভালো হবার অহঙ্কারে তার পাশে দিয়ে হাঁটা যায়না। [৫] কাউকে খুব হুট করে ভালো অভিনেতা বলতে বা নিজেকে শুনতে। কারণ সব সময় একরকম ভালো অভিনয় করা যায়না। [৬] কেউ অহেতুক প্রশংসা করলে। কারণ মনে হয় ধান্দা আছে। [৭] বিয়ে বাড়িতে জোরে হিন্দি গান বাজালে। [৮] ভনিতা করি না, মিথ্যা বলিনা ধরণের কথা শুনতে। কারণ ভনিতা না করার কোনো কারণ নেই। মিথ্যাও না বলে কেউ থাকতে পারেনা। [৯] আমাকে খুব কাছে এসে কেউ মুখ খারাপ করে গালি দিলে। [১০] কেউ বাজে করে তাকালে, নারী বা পুরুষ। [১১] কেউ হুট করে গায়ে হাত দিলে। নারী বা পুরুষ। ইচ্ছা করে এমন জোরে একটা থাপ্পর দেই যেন টপাস করে উড়ে গিয়ে কোনো গাছের উপড় পড়ে খটাস করে শব্দ হয়। তবে যেহেতু কোনোদিন কাউকে মারিনি কী করে পারবো তা জানিনা। তবে এমন মনে হয়। আমার এতো কিছু খারাপ লাগে তা আমি জানতাম না তো। এই লিস্ট তো বড়োই হচ্ছে। থাক আর না আগাই। ভালো লাগার লিস্ট যেহেতু আরো অনেক অনেক বড়। মাত্র আর একটা কেউ যদি বলে আমি কবিতা বুঝিনা। ওহ কী যে খারাপ লাগে তাকে। ফেসবুক থেকে