ফড়িং ক্যামেলা: ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না’Ñ এই কথাটার বিপক্ষে খুবই স্ট্রং যুক্তি আছে। যারা যুক্তি দিয়ে বুঝিয়েছেন, তাদের যুক্তিতে ফাঁকফোকর নেই। ওনাদের কেউ সুখের উদাহরণ স্বরূপ লিখেছেন, টাকা আছে বলে চাইলেই কিনতে পারছেন পছন্দের জিনিস, কিংবা ঘুরতে যেতে পারছেন দূর দূরান্তে। এটাই তো সুখ। এখন প্রশ্ন হলো, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এই কথাটা যারা বলে গেছেন কিংবা বলেন, তারা নিজেরাও জানেন কথাটা যুক্তির কাছে হেরে যাবে, তার পরেও কেন বলেছেন কিংবা বলেন?
আমার ধারণা, এই মানুষ গুলোর জীবনবোধ খুব প্রখর ছিলো। ওনারা জ্ঞানী মানুষ বলেই এই অসাধারণ লাইনটা বের করেছিলেন। কীভাবে সেটা ব্যাখ্যা করছি। যে মানুষদের জীবন কাটে টাকার অভাব নিয়ে, যাদের জীবনে অসংখ্য কিছু কেনা হয় না, কারণ সক্ষমতা নেই, তাদের মনোবল যেন ভেঙে না যায়, তারা যেন জীবন ঘৃণা না করেন, সে জন্য খুব শক্তপোক্ত একটা অনুপ্রেরণা বা মোটিভেশন দরকার। তারা যেন অন্তত এই সান্ত্বনা নিয়ে বাঁচেন, যে বড়লোকের জীবন আসলে তার মতো আনন্দের জীবন না। তার টাকা নেই তো কি হয়েছে, সুখী হবার গর্বটুকু আছে। এটাই তাকে বাঁচিয়ে রাখে, শক্তি দেওয়া, স্বস্তি দেয়, সুখী করে।
সীমিত টাকায় জীবন চালাবার জন্য তার অবশ্যই মোটিভেশন লাগে, আর সেই মোটিভেশনের নাম হলো, ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না’। এবার আমি আমার ব্যক্তিগত মতামত দিই, মন খারাপ থাকলে, পছন্দের সব কিছু অপছন্দের মনে হয়। যেমন হৃদয় ভাঙার পরে প্রিয় যায়গাগুলো আতঙ্কের হয়ে যায়, প্রিয় খাবারগুলো অখাদ্য আর প্রিয় নীল রঙ হয়ে যায় ধূসর। মন বিষণ্ন থাকলে আপনি সমুদ্রের সামনে দাঁড়িয়ে ডুবে যেতে চাইবেন, কোন ড্যান্স-ক্লাবে হাজার মানুষের মধ্যে আপনার মনে হবে জীবন অসহ্য। লং ড্রাইভে গিয়ে মনে হবে অন্য একটা গাড়ি আমাকে ধাক্কা দিক।
এই সব মন খারাপের সময় যদি আপনার টাকা থাকে তাহলে টাকা দিয়ে আপনি হারিয়ে যাবার অনেকগুলো অপশন কিনতে পারবেন। টাকা দিয়ে আপনি আপনার জন্য কমর্ফোট কিনতে পারবেন কিন্তু সুখ না। আমরা আরামটাকে মাঝে মাঝে সুখ বলে ভ্রমে থাকি। খুব খেয়াল করে দেখবেন, যারা জীবন থেকে হারিয়ে যান, তাদের একটা বড় অংশের জীবন স্বচ্ছল, তারপরও কেন হারায়? কারণ কমর্ফোট তাদের ছিল শুধু ছিল না সুখ। প্রিন্সেস ডায়ানাকে মনে আছে? সুখী ছিলেন তিনি? উত্তর আমরা সবাই জানি। এমন কতো উদাহরণ চোখের সামনেই আছে। তারপরেও টাকা থাকা ভালো বিষয় কিন্তু টাকা মানেই সুখী হওয়া এটা বোধহয় সত্যি না। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :