আহসান হাবিব: নীল কেন বেদনার রঙ- ভেবেছি অনেক, কিন্তু সম্পূর্ণ বুঝে উঠেছি বলে মনে হয় না। নীল আকাশ কিংবা নীল শাড়িতে কাউকে দেখলে মন ভালো হয়ে যায়। নীল যদি বেদনাই হবে, তাহলে মন ভালো হয় কেন? তাহলে নীল রঙ আমাদের যে ইন্দ্রিয়ানুভূতির জন্ম দেয়, তার সঙ্গে বেদনার যোগ কোথায়? রং হিসেবে কোনো রং কি বেদনা বা আনন্দের হতে পারে?
লাল কিংবা সবুজ কি আনন্দের অনুভূতির জন্য দায়ী? মনে হয় না। কালো রং কেন দুর্ভাবনা জাগাবে কিংবা সাদা মুক্তি বা পবিত্রতার অনুভূতি জাগাবে? রঙ কি মানব মনে কোন নির্দিষ্ট অনুভূতি জাগাতে সক্ষম? রঙের নিজের এমন কোনো অভিপ্রায় আছে বলে মনে হয় না। কারণ বস্তু কেবল তার বৈশিষ্ট্য নিয়েই হাজির হয়। রঙ কী? আমাদের রেটিনায় বস্তু হতে আগত আলোক তরঙ্গদৈঘে্যৃর অভিঘাত। প্রতিটি বস্তুরই নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য আছে। তাদের ভিন্নতাই রঙের ভিন্নতার জন্য দায়ী। আমাদের রেটিনায় অবস্থিত যে স্নায়ুগুচ্ছ, তার প্রতিটি ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে সাড়া দেয়, আমাদের মস্তিষ্ক তাদের এক একটার নাম দিয়েছেÑ এটা আসলে মানুষ রঙকে চিনবার সুবিধার্থে নামকরণ করেছে। এই যে রঙকে আলাদা আলাদা নামকরণ এটা কিন্তু বৈশিষ্ট্যকে শনাক্ত করা এবং এর সঙ্গে অন্যের সম্পর্ক নির্ণয় করাই উদ্দেশ্য। এর মধ্য দিয়েই আমরা বস্তুজগৎকে চিনতে পারি। কারণ প্রকৃতি রঙ ছাড়া কিছু নয়।
কিন্তু নীল কেন বেদনার রঙ? লাল বিপ্লবের, সবুজ প্রেমের, ধূসর বিষণ্নতার কিংবা দূর কোনো স্মৃতির? এখানেই মানব অনুভূতির প্রশ্নটি এসে পড়ে।
যেমন ধরুন- আপনি আঘাত পেলেন, তখন কি হয়? প্রথমে জায়গাটি লাল হয়, তারপর নীল হয়, তারপর কালো হয়, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। দেখা গেছে আঘাতপ্রাপ্ত জায়গাটি যখন নীল হয়, তখন ব্যথা বেশি অনুভূত হয়। এই যে ব্যথার অভিজ্ঞতা, সেটাই রঙকে মনে করিয়ে দেয়, তাই যখনই সে নীল দেখে, তখন তার আঘাতের পূর্ব অভিজ্ঞতা জেগে ওঠে, বলে ওঠে নীল বেদনার রং। আবার যখন কোনো শিশুর হার্টে জন্মগত ত্রুটির জন্য রক্তে ঠিকমত অক্সিজেন পায় না, তখন রক্তবাহী নালীতে অক্সিজেন স্বল্পতার জন্য ত্বক নীল হয়ে ওঠে। এই যে অক্সিজেনস্বল্পতা তা রক্তকে নীলবর্ণ করে এবং জীবন সংশয় হয়ে ওঠে। তখন এটা বেদনা হয়ে দেখা দেয়। আঘাতপ্রাপ্ত জায়গাটি নীল হয় কেন? কারণ সেখানে পর্যাপ্ত অক্সিজেন প্রবাহ কমে যায়, ফলে নীল হয় এবং ব্যাথার অনুভূতি বেশি হয়। তাহলে বোঝা যাচ্ছে মানুষ যখন তার জীবনদায়ী অক্সিজেন কম পায়, তখন শরীর নীল হয়, এই অনুভূতিই নীল রঙের উপর চাপিয়ে দেয়। লাল রঙের ভেতর কিন্তু অক্সিজেনের মাত্রা বেশি থাকে।
অর্থাৎ রঙের অনুভূতি মানব ইন্দ্রিয় শুধু শনাক্ত করে না, এটা তার অভিজ্ঞতাসঞ্জাত অনুভূতিও জাগিয়ে তোলে। আমরা যখন প্রেমের বিচ্ছেদে কষ্ট পাই, তখন শরীরে রক্তপ্রবাহ কমে যায়, কষ্টের অনুভূতিতে মস্তিষ্ক বিশেষ একধরনের হরমোন নিঃসরণ করে যা রক্তবাহী নালীকে সংকুচিত করে। এই সংকোচন রক্তে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, শরীর নীল দেখায়। এই রং তখন বেদনার সমার্থক হয়ে ওঠে। নীল বেদনার রঙ হোক, তবু নীল শাড়িতে প্রিয় নারীকে দেখার আনন্দের কোনো জুড়ি নাই...নীলের জয় হোক...। লেখক: ঔপন্যাসিক