শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৩ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই রাষ্ট্রের সংকটটা অর্থনীতির নয়, মূল্যবোধের

শরিফুল হাসান:

শরিফুল হাসান: ‘যদি কখনো কোনো ভুল করো, তবে তা সংশোধনে লজ্জা ও দেরি করো না।’ খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা বলেছেন প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ কনফু। বছর পাঁচেক আগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে হাঁটতে গিয়ে দেসেখানে নানা মনীষীদের উক্তি লেখা। এর মধ্যে কনফুসের এই উক্তিটাও ছিল। আমি আসলে এই দর্শনটা অনুসরণ করি। জীবনে চলতে গিয়ে আমাদের ভুল হয়। বিশেষ করে আমার মতো যারা মস্তিষ্কের বদলে মনের কথা শুতে চেষ্টা করি, যারা সবসময় মানুষকে আগে রাখি, তারা যদি কখনো ভুল হয়েছে, কেউ কষ্ট পেয়েছে, তিনি সিনিয়র হোক, জুনিয়র হোক, পদে বড় হোক, ছোট হোক সেটা সংশোধন করা উচিত। 
আমি নিজে যেকোনো কিছু লেখার আগে বারবার ভাবি কোন ভুল হচ্ছে না তো। আমার এক জীবনে শত শত রিপোর্ট লিখেছি কিন্তু কোনো ভুল রিপোর্ট করতে হয়নি। কোনো ঘটনা নিয়ে স্ট্যাটাস লেখার আগেও আমি চেষ্টা করি যতটা সম্ভব খোঁজ-খবর নিয়ে লিখতে। একটা উদাহরণ দিই। এই আমি বহু কিছু নিয়ে লিখি কিন্তু কেন যেন সাম্প্রতিক মরিয়ম মেয়েটাকে নিয়ে লিখিনি। কারণ কথাগুলো আমার এলোমেলো লাগছিল। এমনকি তার মায়ের লাশ নিয়ে খবরটাতেও।ওপরওয়ালাকে ধন্যবাদ তিনি আমাকে দিয়ে ভুল জিনিস লেখান নাই। তারপরও যদি আমি লিখতাম তাহলে এতক্ষণে কয়েকবার স্যরি বলতাম। 
আসলে সরি বললে বহু কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই কি ঘরে কি বাইরে, ভুল করেও স্যরি না বলে নিজের ভুলে অটল থাকি। এরপর ভুলের সংখ্যা বাড়াই। কখনো নিজের স্বার্থে কখনো নিজের শ্রেণীর স্বার্থে আবার কখনো কোন কারণ ছাড়াই নিজের ইগোর কারণে আমরা এই ভুলের সংখ্যা বাড়াই। অথচ নিজের ভুল বুঝতে পারলে নিজের ব্যর্থতা বুঝতে পারলে সে ভুল থেকেও ভালো কিছু হতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু নিজের আত্মজীবনীতে লিখেছেন, আমার যদি কোন ভুল হয় বা অন্যায় করে ফেলি, তা স্বীকার করতে আমার কোনোদিন কষ্ট হয় নাই। ভুল হলে সংশোধন করে নেব, ভুল তো মানুষের হয়েই থাকে। আমার নিজেরও একটা দোষ ছিল, আমি হঠাৎ রাগ করে ফেলতাম। তবে রাগ আমার বেশি সময় থাকত না। 
বঙ্গবন্ধু লিখেছেন, আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি, কোন কাজ করতে গেলে শুধু চিন্তাই করে। চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়, কাজ আর হয়ে ওঠে না। অনেক সময় করব কি করব না, এইভাবে সময় নষ্ট করে এবং জীবনে কোন কাজই করতে পারে না। আমি চিন্তা ভাবনা করে যে কাজটা করব ঠিক করি, তা করেই ফেলি। যদি ভুল হয়, সংশোধন করে নেই। কারণ, যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। (অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। পৃষ্ঠা নং-৮০ ও ৮১) 
আসলে নিজের ভুল বুঝতে পারা,সরি বলা, ধন্যবাদ বলা এগুলো আমাদের সংস্কৃতিতে খুব একটা নেই। অথচ এই দুসবচেয়ে শক্তশালী দুটি শব্দের এক‘স’, আরেকটা ‘ধন্যবাদ’। কিন্তু আমরা এই দুটো শব্দ ব্যবহার করতে কার্পন্য বোধ কবা বিব্রত হই। অথচ হাজারও সমস্যা সমাধান করে দিতে পারে ছোট্ট এই দুটি শব্দ। 
কনফুসে ফি। কনফুসের দর্শন ও রচনা চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তাঁর বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান। তাঁর মতে, নীত না থাকলে একজন মানুষ যতো বড়ই হোক শেষ পর্যন্ত তিমানুষের কাজে আসেন না। 
ভেবে দেখেন, আমাদের নীতি কোথায়? বড় বড় লুটেরা অসৎ লোকের নীতি কোথায়? কোথায় রাষ্ট্রের নীতি? আমরা প্রায়ই উন্নয়নের কথা বলি। কিন্তু মানবিক মূল্যবোধগুলো কোথায়? আমি সব সময় বলি আজকে এই রাষ্ট্রের সংকটটা অর্থনীতির না, সংকটটা মূল্যবোধের। আজকাল পানের দোকানদারেরও লাখ টাকা আছে।  কিন্তু এই রাষ্ট্রে মূল্যবোধ সম্পন্ন লোক খুঁজে পাওয়া বেশ কঠিন। অথচ সবসময় আমাদের নীতি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করা উচিত। আমি আসলে রোজ এই মূলবোধের কথা ব। জানা কে শুনছে, কে শুনছে না। তবে নিজেকে রোজ ব, এই পৃথিবীর ৭০০ কোটি মানুষ নষ্ট হয়ে গেলেও আমাকে নষ্ট হওয়া চলবে না। কনফুসে ফিরি। তিনি বলেছেন, কেউ যদি কোন ভুল করে আর সেটাকে সংশোধন না করে, তাহলে সে আরেকটা ভুল করছে। এভাবে ভুল শুধু বাড়তেই থাকে। চলুন ভাবি, আরেকটি ভুল করবো নাসবলে ভুলটা সংশোধন করবো।

লেখক: অভিবাসন কর্মসূচি প্রধান, ব্র্যাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়