শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০২:৪১ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে দাঁড়িয়ে উপরে তাকালে আমরা কী দেখি?

ড. খোন্দকার মেহেদী আকরাম 

ড. খোন্দকার মেহেদী আকরাম: পৃথিবীতে দাঁড়িয়ে উপরে তাকালে আমরা কী দেখি? উন্মুক্ত নীল আকাশ। এই খোলা আকাশ আমাদের কীভাবে রক্ষা করে? হাজার বছর আগে কেউ যদি বলতো এই উন্মুক্ত খোলা আকাশই আমাদের বাঁচতে সহায়তা করে, তাহলে কেমন শোনাতো? বিজ্ঞানের বদৌলতে আজ আমরা জানি যে এই পৃথিবীকে ঘিরে রেখেছে অদৃশ্য দুটি প্রতিরক্ষা আচ্ছাদন বা স্তর। এর একটি হচ্ছে ওজন স্তর এবং আরেকটি ম্যাগনেটিক বা চৌম্বকীয় স্তর। এই স্তর দুটি সূর্য থেকে নির্গত হওয়া অতি বেগুনী রশ্মি এবং তেজস্ক্রিয় রশ্মি থেকে আমাদের রক্ষা করে। চৌম্বকীয় স্তরের কারণে মহাকাশ থেকে বিচ্ছুরিত হওয়া তেজস্ক্রিয় রশ্মিও প্রবেশ করতে পারে না পৃথিবী পৃষ্ঠে।

এই নিরপত্তার বেষ্টনী যদি না থাকতো, পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। মঙ্গল গ্রহে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই সে কারণে সেখানে মহাকর্ষীয় তেজস্ক্রিয়তায় জীবের কোন অস্তিত্ব নেই। চাঁদের বুকেও বিশেষ স্পেস স্যুট না পড়ে এক মুহূর্তও বেঁচে থাকা যাবে না তেজস্ক্রিয় রশ্মির কারণে। কোরআনের একটা আয়াত আছে এই রকম: ‘ And We have made the sky a  বিষষ-protected canopy, still they turn away from its signs.Õ Verse- 21:32। অর্থাৎ ‘আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাউনি, তবুও তারা এর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়।’  লেখক: গবেষক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়