শিরোনাম

প্রকাশিত : ২৮ জুন, ২০২৩, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৩, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় গ্রিডে যুক্ত হলো রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রিয়াদ হাসান: বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে রামপালের ২য় ইউনিটটি (১৩২০ মেগাওয়াট সক্ষমতার) জাতীয় গ্রিডের সাথে সিনক্রোনাইজড হয়েছে। পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান জানান, সকাল থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে। পর্যায়ক্রমে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়বে। সূত্র: কালের কন্ঠ

তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং ঈদের ছুটির কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় এখন এই ইউনিটটি থেকে পূর্ণ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করা হবে না। তবে চাহিদা থাকলে পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। সূত্র: নয়াদিগন্ত

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটটি চালুর পর শুরুতে যান্ত্রিক ত্রুটিতে কিছুদিন বন্ধ রাখা হয় কেন্দ্রটি। এরপর শুরু হয় কয়লা সংকট। যে কারণে গত কয়েকমাসে একাধিকবার এই বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়।

প্রসঙ্গত, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। ২০১৩ সালে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়