শিরোনাম
◈ ৪৩ বছরের গাড়ি রাস্তায় কিভাবে চলে বিআরটিএ কর্মকর্তাদের কাছে চাইলেন ওবায়দুল কাদের ◈ ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা দুবাইয়ের ◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৩, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী 

বিজিবি-বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক আগামী ২৪ ও ২৫ মে

জিয়াবুল হক, টেকনাফ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ ও ২৫ মে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশে সেন্টাল রিসোর্টে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশে নিতে বিজিপির কমান্ডার পর্যায়ে একটি প্রতিনিধি দল ২৪ মে টেকনাফে আসার কথা রয়েছে। কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে সেন্টাল রিসোর্টের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দু’দিন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ২৫ মে বিজিপির প্রতিনিধি দল মিয়ানমার ফিরে যাওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, বৈঠকের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মূলত বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবার সেই বৈঠক টেকনাফে হতে যাচ্ছে। এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়