শিরোনাম
◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ১২:০৯ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দূতাবাসের চিঠি

মার্কিন রাষ্ট্রদূতের পুলিশ এসকর্ট সুবিধা বহাল রাখার অনুরোধ

আনিস তপন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার আমাদের সময় ডটকমকে বলেন, মার্কিন দূতাবাস থেকে সম্প্রতি প্রত্যাহার করা অতিরিক্ত নিরাপত্তা সুবিধা (এসকর্ট) বহাল রাখার অনুরোধ জানিয়ে আমার কাছে একটি চিঠি পাঠিয়েছে। আমি এখনো চিঠিটি পড়ে দেখিনি। তাই এখনই এ প্রসঙ্গে কিছু বলতে পারছি না।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একধিক সূত্রের সঙ্গে আলাপ করে জানা গেছে, মার্কিন দূতাবাসের চিঠিতে ২০১৮ সালের আগস্টে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনা উল্লেখ করে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এ ঘটনা হয়েছে বলে মনে করে দূতাবাস। সে কারণেই পুলিশ এসকর্ট অব্যাহত থাকা দরকার। 

মন্ত্রণালয় সূত্র এও জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের যাতায়াতের সময় দেওয়া এসকর্ট প্রত্যাহার করা হলেও পুলিশকে তার নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। তিনি যে থানা এলাকায় যাবেন, সেই থানাকে তার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।  

এদিকে রোববার রাতে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, ২০২৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের সমাবেশ এবং নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে। তাই সম্ভাব্য এসব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া দূতাবাসের চিঠিতে এমন পরিস্থিতি উল্লেখ করেও প্রত্যাহার করা এসকর্ট সুবিধা পুনরায় বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে।

২০১৬ সালে রাজধানীর গুলশানে হলিআর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা চালায় জঙ্গি গোষ্ঠি জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ। এারপর গুরুত্বপূর্ণ চার দেশের রাষ্ট্রদূতের নিরাপত্তায় বিদ্যমান নিরাপত্তা সুবিধার অতিরিক্ত ৮ সদস্য বিশিষ্ট এসকর্ট টিম মোতায়ের করে সরকার। 

মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে সারাদেশে জঙ্গি কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় এবং এ ধরনের কোন সন্ত্রাসী হুমকির আশঙ্কা না থাকায় ও সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ৪ দেশের রাষ্ট্রদূতদের দেওয়া এই অতিরিক্ত নিরাপত্তা সুবিধা (এসকর্ট) প্রত্যাহার করে সরকার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়