শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের জনগণ র‌্যাবকে অনেক পছন্দ করে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

খালিদ আহমেদ: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশের জনগণ র‌্যাবকে অনেক পছন্দ করে। তারা বিশ্বাস করে, র‌্যাব কোনো ধরনের দুর্নীতি করে না, মানুষের নিরাপত্তা দেয়। র‌্যাবের কাছে গেলে সঠিক বিচার পাওয়া যায়। রোববার ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, র‌্যাব যদি কোথাও কোনো অপরাধ করে থাকে, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। আমরা ট্রান্সপারেন্সি চাই, অ্যাকাউন্টেবিলিটি চাই। এতে কোনো ব্যত্যয় ঘটবে না। কারণ, র‌্যাবে অনিয়ম হলে তার শাস্তি হয়। অপরাধ করায় র‌্যাব থেকে অনেকে চাকরিচ্যুত হয়েছে, ডিমোশন হয়েছে। এমনকি কয়েকজনের ফাঁসিরও আদেশ হয়েছে। এখানে জবাবদিহিতার একটা নিয়ম আছে।

এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক এক দিনের নয়, আজ থেকে ৫০ বছরের সম্পর্ক। যুক্তরাষ্ট্র আমাদের দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। সিঙ্গেল কান্ট্রি (একক দেশ) হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার (বাণিজ্য অংশীদার)। আর বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। যখন বাংলাদেশের জন্ম হয়েছে, গণতন্ত্র যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র আমাদের পাশে দাঁড়িয়েছে। কারণ, তারা গণতন্ত্র বিশ্বাস করে। সেই থেকে তাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়