শিরোনাম
◈ নির্বাচনী জোট গঠনে ধীরে বিএনপি, সারা পাচ্ছে না জামায়াত ◈ বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব দলিল এখন অনলাইনে, ভূমি মালিকদের জন্য নির্দেশনা

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। ১৯০৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রি অফিসে রাখা সব দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে যুক্ত করা হবে।

এর ফলে কয়েক ক্লিকেই দলিল খোঁজা, যাচাই ও ডাউনলোড করা যাবে। আইনজীবীদের মতে ভূমি মালিকদের জন্য এটি সুখবর। এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দলিল সংগ্রহ সম্ভব হবে।

তবে ১৯৪৭ ও ১৯৭১ সালের মতো সময়ের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে পাওয়া যাবে না। এসব দলিল যাদের কাছে আছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে কপি জমা দিতে হবে।

ডিজিটাল দলিল সিস্টেম দুর্নীতি ও প্রতারণা রোধে বড় ভূমিকা রাখবে। আগে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হতো কয়েক হাজার টাকা, অথচ সরকারি ফি মাত্র ২০ টাকা। নতুন সিস্টেম চালু হলে এই হয়রানি আর থাকবে না।

ভূমি মালিকদের করণীয়

•সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা।

•অনলাইনে পাওয়া যাবে না এমন দলিল কপি আকারে জমা দেওয়া।

•জাল দলিল গ্রহণযোগ্য নয়।

প্রকল্প শেষ হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নির্ধারিত ফি দিয়ে দলিল ডাউনলোড করা যাবে। মূল দলিল হারালেও অনলাইন কপি প্রমাণ হিসেবে কার্যকর হবে।

দীর্ঘমেয়াদে সুবিধা

•জমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণা কমবে,

•প্রবাসীরাও সহজে দলিল পাবেন,

•নাগরিকদের সেবা হবে দ্রুত ও স্বচ্ছ।

সব মিলিয়ে, এই উদ্যোগ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে নতুন যুগে নিয়ে যাবে। সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়