শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব ◈ এবার ভারতীয় মিডিয়ার রোষানলে শেখ হাসিনা! কাঠগড়ায় মোদি (ভিডিও) ◈ এক হচ্ছে দেশের তিন দ্বীপ, নতুন ভূমি, নতুন সম্ভাবনা: স্পারসোর গবেষণা ◈ ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ ◈ ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক বাড়ানোর জবাবে মোদির হুঁশিয়ারি: চড়া মূল্য দিতেও প্রস্তুত, কিন্তু আপস নয় ◈ ট্রাম্পের ১৫,০০০ ডলারের ভিসা বন্ড কর্মসূচি কী – এবং কারা এটির প্রভাবের আওতায় পড়বেন? ◈ ধ্বংস ডেকে আনলেন নেতানিয়াহু, নিজের তৈরি ‘দানব’ এখন তার দিকেই ঘুরে দাঁড়িয়েছে! ◈ যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন! ◈ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৩:৫৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক শান্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: হুকার

যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিসন হুকার এ কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যম এক্সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তোলা নিজের একটি ছবি যুক্ত করে করা এক পোস্টে মার্কিন প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়গুলো ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে।

হুকার জানান, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করায় নজর দিচ্ছেন।


এই ‘আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা’ বলতে মার্কিন প্রতিমন্ত্রী কী বুঝিয়েছেন—এমন প্রশ্নে কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর এলাকা নিয়ে কথা হয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে কোনো কথা হয়নি।

বৈঠকে হুকার জানতে চান, বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে নাগাদ হচ্ছে? খলিলুর রহমান আগামী রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের ইচ্ছার কথা মার্কিন কর্মকর্তাকে জানান।

বৈঠকে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের তাঁদের নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। হুকার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

যুক্তরাষ্ট্রর সঙ্গে পাল্টা শুল্কের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশটি সফর করছিলেন। দু–এক দিনের মধ্যে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়