শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:২৬ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন, যা বললেন আইন উপদেষ্টা (ভিডিও)

ঢাকা দক্ষিণের মেয়র হি‌সে‌বে ইশরাকের গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উ‌দ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন। ইসি তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে।

এসময় মেজর সিনহা হত্যা মামলা নি‌য়ে করা এক প্রশ্নের জবা‌বে আইন উপদেষ্টা বলেন, হাই‌কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। ইরেশ জা‌কে‌রের বিরুদ্ধে মামলা সরকার করেনি। কেউ কেউ ব্যক্তি স্বার্থে মামলা করছে। তা‌দের মুখোশ উ‌ন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি জানান, হাইকোর্ট যেসব মামলা সেখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের কোন সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের। বিচার বিভাগ স্বাধীনভাবেই চলবে।

আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর ৫ লাখ মামলা হয়। মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে।

পরে আইন ও বিচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব আবু তাহের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়