শিরোনাম
◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয়

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:২৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন, যা বললেন আইন উপদেষ্টা (ভিডিও)

ঢাকা দক্ষিণের মেয়র হি‌সে‌বে ইশরাকের গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উ‌দ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন। ইসি তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে।

এসময় মেজর সিনহা হত্যা মামলা নি‌য়ে করা এক প্রশ্নের জবা‌বে আইন উপদেষ্টা বলেন, হাই‌কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। ইরেশ জা‌কে‌রের বিরুদ্ধে মামলা সরকার করেনি। কেউ কেউ ব্যক্তি স্বার্থে মামলা করছে। তা‌দের মুখোশ উ‌ন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি জানান, হাইকোর্ট যেসব মামলা সেখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের কোন সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের। বিচার বিভাগ স্বাধীনভাবেই চলবে।

আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর ৫ লাখ মামলা হয়। মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে।

পরে আইন ও বিচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব আবু তাহের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়