শিরোনাম

প্রকাশিত : ২২ মে, ২০২৪, ০৮:৫০ রাত
আপডেট : ২৩ মে, ২০২৪, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি আনার হত্যা: শেরেবাংলা নগর থানায় মেয়ের মামলা

সুজন কৈরী: [২] এমপি আনোয়ারুল আজীম আনারকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুমতারিন ফেরদৌস ডরিন মামলাটি দায়ের করেন। 

[৩] শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী বলেন, মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।

[৪] তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হকও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] সংসদ সদস্য আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। তাই ডিএমপির গোয়েন্দা বিভাগের পরামর্শে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন তার মেয়ে ডরিন।

[৬] এর আগে ডিবি কার্যালয়ে ডরিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনার বাবাকে হত্যার ঘটনায় আপনি বা আপনার পরিবার কাউকে সন্দেহ করছে কি না? তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজনের নাম আনোয়ারুল আরেকজনের নাম ফয়সাল। আপনি তাদেরকে চেনেন কি না? উত্তরে ডরিন বলেন, আমি চিনি না কিন্তু চিনতে চাই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়