শিরোনাম
◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ১১:২৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৩, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ প্রবাসী নিহত

আব্দুল্লাহ আল মামুন: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. ফারদিন খান ও মো. রাশেদ নামে টাঙ্গাইলের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় গাড়ি উল্টে তাদের মৃত্যু হয়।

সোমবার (১৩ নভেম্বর) সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু এ তথ্য জানান।

নিহতরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান এবং মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ।

সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বলেন, সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি মো. ফারদিন খান। বাবা ধার-দেনা করে প্রবাসে পাঠিয়েছে। বৃদ্ধা বাবা-মা যেন বিলাপ করে নানা রকমের স্মৃতির কথা বলছেন। অনেক আশায় বিদেশে পাড়ি জমান ফারদিন।

ইউপি চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল কাগজ পাঠিয়েছি। মরদেহ আসতে আরও ২০ থেকে ২৫ দিন লাগতে।

জানা যায়, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়