শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ১০:২১ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেইলি ড্যাজলিং ডনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ ইংরেজি দৈনিক ডেইলি ড্যাজলিং ডন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের শুভেচ্ছাবার্তা পেয়েছে পত্রিকাটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও, সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো এই বার্তা পত্রিকাটির মর্যাদা ও গ্রহণযোগ্যতার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।

২৯ মে ২০২৫ তারিখে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডিরেক্ট কমিউনিকেশনস ইউনিটের প্রধানের স্বাক্ষরিত চিঠিতে ডেইলি ড্যাজলিং ডন-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমেদ চৌধুরীর কাছে শুভকামনা জানিয়ে বলা হয়, "পত্রিকাটি বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে পেরেছে, যা প্রধানমন্ত্রী অবগত আছেন।"

প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা:
মাত্র দুই বছরের মধ্যেই ডেইলি ড্যাজলিং ডন ইউরোপসহ পুরো ব্রিটেনে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের একটি গ্রহণযোগ্য ও মূলধারার কণ্ঠস্বর হয়ে উঠেছে। গুগল অ্যানালিটিক্স ও সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ব্রিটেনে প্রকাশিত বাংলা পত্রিকাগুলোর তুলনায় এর ওয়েব সংস্করণের পাঠকসংখ্যা কয়েকগুণ বেশি।

এক দশক আগে যেখানে লন্ডন থেকে প্রায় ১২টি বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো, আজ তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। করোনার সময় হারিয়ে যাওয়া বয়স্ক প্রজন্ম এবং তরুণ প্রজন্মের বাংলা পড়তে না পারার বাস্তবতায় বাংলা মিডিয়ার ভবিষ্যৎ সংকটের মুখে। এই প্রেক্ষাপটে ২০২৩ সালের ২ জুন মুনজের আহমেদ চৌধুরীর নেতৃত্বে তরুণ বাংলাদেশি সংবাদকর্মীদের টিম নিয়ে শুরু হয় ডেইলি ড্যাজলিং ডন-এর যাত্রা।

পত্রিকার লক্ষ্য ও অগ্রগতি:
প্রতিষ্ঠাতা মুনজের আহমেদ চৌধুরী বলেন, “বাংলাদেশি-ব্রিটিশ চার প্রজন্মের বিশাল জনগোষ্ঠীর জন্য ইংরেজি ভাষায় কোনো পূর্ণাঙ্গ সংবাদপত্র ছিল না। এই শুন্যতা পূরণে ডেইলি ড্যাজলিং ডন যাত্রা শুরু করে। আমাদের লক্ষ্য শুধু এই কমিউনিটিকে প্রতিনিধিত্ব করাই নয়, বরং তাদের সংকট, প্রত্যাশা ও সম্ভাবনা মূলধারার নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা।”

তিনি আরও বলেন, “যখন যাত্রা শুরু করি, তখন ভাবতেও পারিনি দু’বছরের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের অভিনন্দন জানাবেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ও প্রেরণাদায়ক। এ পত্রিকার পেছনে কোনো কর্পোরেট গ্রুপ বা বিনিয়োগকারী নেই। শুধুমাত্র পাঠকের আস্থা ও পাঠ-ভালোবাসাই আমাদের এতদূর এনেছে।”

বর্তমানে ডেইলি ড্যাজলিং ডন ব্রিটেনের দক্ষিণ এশীয় পুরনো ইংরেজি দৈনিকগুলোর সঙ্গে পাঠকসংখ্যায় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। সংবাদ পরিবেশনের মান, মৌলিকত্ব এবং দ্রুত আপডেট করার ধারাবাহিকতায় এটি পাঠকের আস্থা অর্জনে সফল হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়