শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার সম্প্রতি ফেসবুকের পোস্ট নিয়ে পরিষ্কার মন্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার পোস্টটি সঠিকভাবে বোঝা হয়নি এবং কিছু ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সারজিস আলম বলেন, আমি কখনো বলিনি যে আমি ডক্টর ইউনূসকে এবং তার সরকারকে পাঁচ বছরের জন্য দেখতে চাই। পোস্টটি যদি ঠিকমতো দেখা হত, তবে এটা স্পষ্ট হতো যে আমি প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর দেখতে চাই।

তিনি আরও বলেন, এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নয়, বরং একটি নির্বাচিত সরকার নিয়ে ছিল। আমি জানি না, বাংলাদেশে এমন কোনো নির্বাচিত সরকার হবে কিনা যেটি ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য কিছুটা জায়গা ছেড়ে দেবে। তবে আমি মনে করি, ন্যাশনালি এবং গ্লোবালি, ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য, দক্ষ, এবং সফল ব্যক্তি এই মুহূর্তে আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না।

সারজিস আলম তার মন্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে এটি তার একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল, যা ভবিষ্যতে কখনো বাস্তবায়িত হবে কি না, তা তিনি জানেন না।

এভাবে, সারজিস আলম তার বক্তব্যের সঠিক ব্যাখ্যা তুলে ধরেছেন, যা মূলত ডক্টর মুহাম্মদ ইউনূসের যোগ্যতা ও দক্ষতার প্রতি তার গভীর শ্রদ্ধা ও প্রত্যাশা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়