শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাগসাইসাই পুরস্কার পেলেনফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়ার ৪ কৃতি ব্যক্তিত্ব

রাশিদুল ইসলাম : কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের ব্যাপক হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাওয়া মনোবিদ সথেরা চিহিম এশিয়ার নোবেল হিসেবে খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তার সঙ্গে যৌথভাবে এবারের ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি এবং ইন্দোনেশিয়ার পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।

বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এবারের ৬৪তম ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করেছে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। গত শতকের সত্তরের দশকে কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে চরম ক্ষুধা, দারিদ্র ও নির্যাতনের শিকার হয়ে দেশটির প্রায় একচর্তুথাংশ মানুষের মৃত্যু হয়। এসব ঘটনাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। খেমার হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যান সথেরা চিহিম। ৫৪ বছর বয়সী এই মনোবিদ তার জীবন খেমার হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া মানুষদের কল্যাণে ব্যয় করেছেন। তাদের হত্যাযজ্ঞের ট্রমা থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। এ ছাড়া তিনি কম্বোডিয়ায় সংগঠিত গণহত্যার বিচারে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন সাক্ষী। মানুষের কল্যাণে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করেছে ম্যাগসাইসাই কর্তৃপক্ষ।

ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদের বয়স ৬৪ বছর। এই নারী ফিলিপাইনজুড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সরব। বিশেষ করে পারিবারিক পর্যায়ে শিশুদের ওপর নির্যাতন বন্ধের নানা উদ্যোগের কারণে তাকে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি ভিয়েতনামের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা করে সাড়া ফেলেছেন। সামর্থ্যহীন মানুষের চোখে অস্ত্রোপচার করা ৫৮ বছর বয়সী এই চিকিৎসকের ধ্যানজ্ঞান। এ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবারের মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনের সক্রিয় মুখ। ২৭ বছর বয়সী এই তরুণ পরিবেশদূষণ থেকে ইন্দোনেশিয়ার নদীগুলোকে রক্ষা করা ও ইতিমধ্যে চরম দূষণের শিকার নদীগুলো প্লাস্টিক ও বর্জ্যমুক্ত করার কাজের স্বীকৃতি পেয়েছেন।

আগামী নভেম্বরে ম্যানিলায় এক অনুষ্ঠানে তাদের হাতে মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়