শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০৮:২৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে বিশিষ্ট ঢাকা গবেষক হাশেম সূফীর একক বক্তৃতা অনুষ্ঠিত  

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘আরশিনগর’ এর উদ্যোগে নিভৃতচারী ইতিহাসবিদ ও ঢাকা বিশেষজ্ঞ জনাব হাশেম সূফীর একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঢাকা নিয়ে জনাব হাশেম সূফী দীর্ঘদিন ধরে ব্যাপক গবেষণা করে আসছেন। তিনি আজকের আলোচনায় ঢাকা নিয়ে অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরবেন বলে আশা করছি। একই সাথে উপস্থিত সুধীমণ্ডলী এসব তথ্য থেকে উপকৃত হবেন এবং তাঁদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ হবে বলে আমি মনে করি।

জনাব হাশেম সূফী তাঁর একক বক্তৃতায় বলেন, ঢাকার ইতিহাস অতি প্রাচীন। এমনকি মহাভারতে ‘পরশুরামের কুঠার’ শীর্ষক আলোচনা থেকে যে লাঙ্গলবন্দ এর ঘটনা এসেছে তাও মূলত ঢাকায় সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের পৌরাণিক ভার্শন।

তিনি ঢাকায় রাসূলুল্লাহ (সা.)-এর একজন সাহাবির আগমন, এরপর তাঁর চীনে গমন, ৯৩৭ খ্রিস্টাব্দে শাইখুল খুদা নামের এক ব্যক্তির ইসলাম প্রচারের জন্য ঢাকায় আগমন, সম্রাট শাহজাহানের ঢাকা আগমন ও কয়েকদিন অবস্থান, অতীশ দীপঙ্করের মাধ্যমে ঢাকা ও বাংলার ইতিহাস রক্ষা, পূর্ববঙ্গের ইতিহাসে এবং নারীমুক্তিতে লীলা নাগের অবদান ইত্যাদি নানা বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপন করেন।

সবশেষে তিনি বলেন, আমার কথা আপনাদের মেনে নিতে হবে এমন নয়, বরং আমি চাই আপনাদেরকে গবেষণার সূত্র ধরিয়ে দিতে যাতে আপনারা অচর্চিত ঢাকাকে নিয়ে আরো বেশি চিন্তা-গবেষণা করেন। ঢাকা দীর্ঘকাল ধরে নিগৃহীত রয়ে গেছে। ঘরের পাশে আরশিনগর রেখে আমরা দূরের দিকে তাকিয়ে রয়েছি।

উল্লেখ্য, জনাব হাশেম সূফী ১৯৬২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা নিয়ে নিজ আগ্রহে গবেষণা করেন। গবেষণাকার্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তাঁর গুরু ছিলেন জ্ঞানতাপশ জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। গৃহশিক্ষক ছিলেন সত্যেন সেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য এবং নগর জাদুঘরের প্রতিষ্ঠাকালীন সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়