শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে বৈশাখে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ অনুষ্ঠিত 

নিনা আফরিন, পটুয়াখালী: [২] আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এতে বিভিন্ন জেলার ৪ টি দল অংশ নেন। নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। 

[৩] সপ্তাহব্যাপি বৈশাখী মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীতে আয়োজন করা হয়েছে নৌকা বাইচ। রোববার সকাল থেকে নানা বাহারী সাজের নৌকা অংশ নেয় লাউকাঠী নদে। এর পর বাধ্যের তালে তালে বিকালে শুরু হয় মনমুগ্ধকর প্রতিযোগিতা। নৌকা বাইচ উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে নদীর দুই পাড়ে জড়ো হয় উচ্ছাসিত হাজার হাজার মানুষ। 

[৪] বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতে মুহুর্তেই উৎসব ছাপিয়ে যায় সোহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে। এমন মনমুগ্ধকর উৎসব যেন আগামীতে অব্যাহত থাকে এমন দাবী উপস্থিত দর্শনার্থীদের।

[৫] জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতি মন্ত্রী অধ্যক্ষ মুহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। সম্পাদনা: এআর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়