শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে ফ্রিতে কনডম বিতরণ

নিউজ ডেস্ক: ভালোবাসা দিবস প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসার কথা জানান। নিউজ ২৪

আবার বিশেষ এই দিনে উঠতি বয়সী প্রেমিক-প্রেমিকারা যৌন সম্পর্কে লিপ্ত হন। এ নিয়ে চিন্তার ভাঁজ থাইল্যান্ড প্রশাসনের কপালে। কারণ যৌনতা ব্যাপারটিকে সব সময়ই গুরুত্ব দেয় দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে থাইল্যান্ডে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম বিতরণ করা হবে। অবাঞ্ছিত গর্ভধারণ, যৌনরোগ যাতে না ছড়ায় সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।

থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চার ধরনের কনডম বিতরণ করা হবে। তরুণরা এই কনডমগুলো সংগ্রহ করতে পারবেন দেশটির সব হাসপাতাল, ওষুধের দোকান ও প্রাইমারি কেয়ার ইউনিট থেকে।

সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিরাপদ যৌনতা নিয়ে সচেতনতার প্রচার চালাতেই এই পদক্ষেপ। এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনরোগ মানে শুধু এইচআইভি বা এইডস নয়। এই তালিকায় রয়েছে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিসের মতো আরও অনেক রোগ যা অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে ছড়ায়। শারীরিক সম্পর্ক স্থাপনের সময় তাই কনডম ব্যবহার করতে হবে।

সম্প্রতি থাইল্যান্ডে ব্যাপকভাবে এসটিডি বা যৌন রোগ বেড়ে গেছে। ২০২১ সালে এই ধরনের রোগে আক্রান্ত যে রোগীদের শনাক্ত করা হয়েছিল, তাদের অর্ধেকেরও বেশি আক্রান্ত ছিলেন সিফিলিস এবং গনোরিয়া রোগে। আক্রান্তদের অধিকাংশের বয়স ছিল ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়