শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে ফ্রিতে কনডম বিতরণ

নিউজ ডেস্ক: ভালোবাসা দিবস প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসার কথা জানান। নিউজ ২৪

আবার বিশেষ এই দিনে উঠতি বয়সী প্রেমিক-প্রেমিকারা যৌন সম্পর্কে লিপ্ত হন। এ নিয়ে চিন্তার ভাঁজ থাইল্যান্ড প্রশাসনের কপালে। কারণ যৌনতা ব্যাপারটিকে সব সময়ই গুরুত্ব দেয় দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে থাইল্যান্ডে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম বিতরণ করা হবে। অবাঞ্ছিত গর্ভধারণ, যৌনরোগ যাতে না ছড়ায় সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।

থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চার ধরনের কনডম বিতরণ করা হবে। তরুণরা এই কনডমগুলো সংগ্রহ করতে পারবেন দেশটির সব হাসপাতাল, ওষুধের দোকান ও প্রাইমারি কেয়ার ইউনিট থেকে।

সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিরাপদ যৌনতা নিয়ে সচেতনতার প্রচার চালাতেই এই পদক্ষেপ। এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনরোগ মানে শুধু এইচআইভি বা এইডস নয়। এই তালিকায় রয়েছে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিসের মতো আরও অনেক রোগ যা অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে ছড়ায়। শারীরিক সম্পর্ক স্থাপনের সময় তাই কনডম ব্যবহার করতে হবে।

সম্প্রতি থাইল্যান্ডে ব্যাপকভাবে এসটিডি বা যৌন রোগ বেড়ে গেছে। ২০২১ সালে এই ধরনের রোগে আক্রান্ত যে রোগীদের শনাক্ত করা হয়েছিল, তাদের অর্ধেকেরও বেশি আক্রান্ত ছিলেন সিফিলিস এবং গনোরিয়া রোগে। আক্রান্তদের অধিকাংশের বয়স ছিল ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়