শিরোনাম
◈ জনবল সংকটেও বিদ্যুৎ-জ্বালানি খাতে সক্রিয় ভূমিকা পালন করবে বিইআরসি ◈ ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগের তথ্য অপসারণ, নেই প্রতীক ও নিবন্ধনের তারিখ ◈ পুলিশের গাড়িতে হামলার পর গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা ◈ পাকিস্তানি শিল্পীরা ভারতে নিষিদ্ধ হলে বাংলাদেশি শিল্পী জয়া কেন নন, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেত্রী ◈ লাহোর থেকে করাচির বদলে জেদ্দায়! এয়ার সিয়ালের ভুলে যাত্রী আটক, ক্ষতিপূরণ দাবি ◈ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ◈ শেরপুরে কলেজ ছাত্রকে ক্ষুরাঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষ, আটক ১৮ ◈ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

নামাজ

ইসলাম ডেস্ক: ইসলামে প্রতিটি মুমিন মুসলমানের জন্য ইমান গ্রহণের পর প্রথম এবং প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি। একমাত্র নামাজের মাধ্যমেই মহান রবের কাছাকাছি আসা যায়। জাগো নিউজ, যুগান্তর

আল্লাহতায়ালার প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, ‘সেসব মুমিনরা সফলকাম, যারা তাদের নামাজে বিনয়াবনত থাকে।’ -(সূরা মুমিনুন, আয়াত : ১-২)।

সঠিকভাবে নামাজ আদায় ও মনোযোগ ধরে রাখার ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.)-এর কাছে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন, ‘যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো, যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ।’-(ইবনে মাজাহ, মিশকাত, হাদিস : ৫২২৬)। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) আরও বলেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন, যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে (বিশ্বাস রাখবেন যে) তিনি অর্থাৎ আল্লাহ আপনাকে দেখছেন।

জেনে নেওয়া যাক ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি:

আজ সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি, ৩০ মাঘ ১৪২৯ বাংলা, ২১ রজব ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৫:১৯ মিনিট।
> জোহর- ১২:১৬ মিনিট।
> আসর- ৪:১৫ মিনিট।
> মাগরিব- ৫:৫৫ মিনিট।
> ইশা- ৭:১০ মিনিট।


> আজ সূর্যাস্ত- ৫:৫৩ মিনিট।
> আজ সূর্যোদয়- ৬:৩৩ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়