ওয়ালিউল্লাহ সিরাজ : আজ পবিত্র হজ। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত আকারে পালিত হয়েছে পবিত্র হজ।
আজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ১০ লাখ হাজি আরাফার ময়দানে অবস্থান করবেন। লাখো কণ্ঠে ধ্বনিত হবে, লাব্বাইক আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা-শারি-কা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান্ নিয়ামাতা, লাকা ওয়াল-মুল্ক, লা শারি-কা লাক। এর অর্থ: আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত! আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোন অংশীদার নেই।
হজের তিনটি ফরজের মধ্যে প্রথমটি হচ্ছে ইহরাম বাধা, দ্বিতীয়টি উকুফে আরাফা (আরাফাতের ময়দানে অবস্থান) এবং তৃতীয় ফরজ তাওয়াফুয্ যিয়ারাত।
এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়েখ মোহাম্মাদ বিন আবদুল করিম আল ঈসা। একই সঙ্গে তিনি মসজিদে নামিরায় ইমামতি করবেন। হজের আরবি খুতবা এবার বাংলাসহ ১৪ টি ভাষায় শোনা যাবে। সম্পাদনা : মাজহারুল ইসলাম