শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বসে ব্লিংকেন, অস্টিন বাংলাদেশ নিয়ে আলোচনা করবে কেনো: এম. সাখাওয়াত হোসেন

মুসবা তিন্নি: [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের আসন্ন ভারত সফর নিয়ে ঢাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে এ ধরণের খবর প্রকাশিত হয়েছে দেশের কিছু পত্রিকায়। তবে বাংলাদেশ নিয়ে সেখানে আলোচনা করার কোনো যুক্তি দেখছেন না বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

[৩] আমাদেরসময় ডটকমকে তিনি বলেন, যেহেতেু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই সফরের আলোচনার অন্যতম কেন্দ্রীয় বিষয় হলো ইন্দো-প্যাসিফিককে অবাধ, উন্মুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ রাখার বিষয়ে ভারতের সহযোগিতা। সেখানে বাংলাদেশের বিষয় কেনো উঠে আসবে, বিশ্বের যেখানেই যুক্তরাষ্ট্র বৈঠক করবে সেখানেই যদি আমরা ভেবে বসি যে আমাদের দেশকে নিয়ে আলোচনায় বসছে তাহলে তো সমস্যা আমাদের আর কারো না বলেও মন্তব্য করেন তিনি । 

[৪] সাখাওয়াত হোসেন আরও মন্তব্য করেন, বর্তমানে আসন্ন নির্বাচন নিয়ে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সরকারি দলের সাথে বিরোধী দলের সংলাপে বসার যেই বিষয় উঠে আসছে বারবার সেই বিষয়গুলো নিয়ে কেনো দিল্লিতে আলোচনা হবে বাংলাদেশই তো আছে আলোচনা করার জন্য। কাজেই এ সমস্ত অহেতুক ভাবনা রেখে এগিয়ে যাওয়া সম্ভব না এগুলো বাদ দিতে হবে এবং দেশের পত্রিকাগুলোকে আরও সতর্কতার সাথে সঠিক সংবাদের ভিত্তিতেই লেখালিখি করতে হবে।

এমটি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়