শিরোনাম
◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে জেনারেল ইলেকশনকে বলা হলো ‘দ্য জেনারেল’স ইলেকশন’

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানের ১৬তম পার্লামেন্ট নির্বাচন নিয়ে এই শিরোনামটি করেছে ফ্রান্স ২৪। পুরো শিরোনামটি এরকম: দি ‘জেনারেলস ইলেকশন’ ইন পাকিস্তান দ্যাট টার্নড এ্যাগেইস্ট দ্য মিলিটারি। প্রতিবেদনে পারমাণবিক শক্তিধর সেনাবাহিনীর কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করে লেখা হয়েছে, পাকিস্তানের ২০২৪ সালের নির্বাচন ‘জেনারেল’ নয় ‘জেনারেলস’-দের নির্বাচন। এই নির্বাচন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি কারচুপি করা নির্বাচন বলে আখ্যায়িত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

[৩] পাকিস্তানের নির্বাচন নিয়ে দ্য প্রিন্ট পত্রিকার এডিটর-ইন-চিফ শেখর গুপ্ত ‘কাট দ্যা ক্লাটার’ এপিসোডের লেখা শুরু করেছেন এভাবে: ‘আপনি হয়তো ভাবছেন পাকিস্তানের রাজনীতি এবং পাকিস্তানের নির্বাচন, আমাদের অন্যতম প্রিয় বিষয় নিয়ে কথা বলতে কেন আমাদের কয়েকদিন সময় লেগেছে। এর কারণ এক, পরিস্থিতি দ্রুত গতিতে চলেছে এবং দ্বিতীয়ত, পরিস্থিতি খুব বেশি বিশৃঙ্খল হয়ে পড়েছে আমার পক্ষে এটিকে ধরে রাখতে ....’। 

[৪] ইন্ডিয়া টুডের শিরোনাম হলো ‘জেইলড ইমরান খান স্টিলস দি শো, টাইম ফর আর্মি টু ইন্ট্রোসপেক্ট’। প্রতিবেদনে বলা হয়, জোটের মাধ্যমে সরকার গঠনে দলগুলো হিমশিম খাচ্ছে। কিন্তু পাকিস্তানের জনগণ কোনো ‘সিলেকশন’ হওয়া সরকারকে গ্রহণ করবে না। জনগণের দেওয়া ম্যানডেট অনুসারে ভিন্ন ধরনের একটি সরকার কি পাকিস্তানে হবে, যা পাকিস্তানের রাস্তাঘাটে কোনো বিশৃংখলা সৃষ্টি হবে না।

[৫] পাকিস্তানের নির্বাচন নিয়ে এমনি আরো নানা স্বাদের শিরোনাম করেছে বার্তা সংস্থাগুলো এবং শিরোনামের মধ্যেই নিহিত রয়েছে প্রতিবেদনের মূল নির্যাস। যেমন: ‘পাকিসন্তান’স এক্স-পিএম নওয়াজ শরীফ ডিকলেয়ার্স ভিক্টরি ইন ফ্রড ইলেকশন এস অপোনেন্টস ক্লেইম ভোট-রিগিং (সিএনবিসি),  ‘ইমরান খান লয়ালিস্টস উইন শক ভিক্টরি ইন পাকিস্তান ইলেকশন’ (ফিন্যান্সিয়াল টাইমস), ‘ইমরান খান’স পার্টি ডিফাইড দি অডস ইন পাকিস্তান ইলেকশন উইথ স্ট্রং শোয়িং’ (সিবিসি নিউজ), ‘দি অবজারভার ভিউ অন পাকিস্তান ভোটার্স’ রিজেকশন অব মিলিটারি রুল: এ ভিক্টরি ফর ডেমোক্রেসি’ (দি গার্ডিয়ান), ‘ইমরান খান’স কেনডিডেটস ডিফাই অডস টু থ্রাইভ ইন পাকিস্তান ইলেকশন’ (ব্লুমবার্গ), ‘শকিং অপোজিশন ভিক্টরি থ্রোস পাকিস্তান ইনটু কেয়স’ (নিউ ইয়র্ক টাইমস), ‘পাকিস্তান ইলেকশন ক্রেডিবিলিটি অলরেডি মারড বাই ইন্টারনেট ব্ল্যাক-আউট এ্যান্ড শো কাউন্ট এমিড এ্যাংসাস ওয়েট ফর রিজাল্ট’ (ইনডিপেনডেন্ট), ‘পাকিস্তান ইজ ইন পলিটিক্যাল লিম্বো আফটার ইলেকশন আপসেট - সো ওয়াটস নেক্সট?’ (স্কাই নিউজ) এবং ‘পাকিস্তান’স মিলিটারি ইউজড এভরি ট্রিক টু সাইডলাইন ইমরান খান - এ্যান্ড ফেইলড। নাউ হোয়াট?’ (টাইম ম্যাগাজিন)। সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়