শিরোনাম
◈ ভারতীয় গণমাধ্যমকে কড়া জবাব দিলেন আন্দালিব রহমান পার্থ!(ভিডিও) ◈ নির্বাচিত সরকার নিয়ে উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব :  প্রেস উইং ◈ কারাগারে চিন্ময়ের পূজা! ভুয়া ছবিতে গুজব প্রচার ◈ ভারত বিরোধী আন্দোলনে ড. ইউনূস এখন ন্যাশনাল হিরো (ভিডিও) ◈ জি এম কাদেরকে গ্রেপ্তারে প্রধান উপদেষ্টাসহ ৬ জনকে আইনি নোটিশ ◈ বাজারে সয়াবিন তেলের সংকট নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই : তারেক রহমান ◈ আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা ◈ পরীক্ষা হলে অসুস্থ ১৫ ছাত্রী ; ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা ◈ ভারতকে চরম শিক্ষা দিয়ে যুব এশিয়া কাপ ধরে রাখলো বাংলাদেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের লারকানায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৩

ইমরুল শাহেদ: [২] রোববার সিন্ধু প্রদেশের লারকানায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) মধ্যে সংঘর্ষে একজন নিরাপত্তা সদস্য এবং দুইজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। সূত্র: দি নিউজ ইন্টারন্যাশনাল

[৩] চানদিও ও দাহানি সম্প্রদায়ের আধুনিক অস্ত্র দিয়ে রাজনৈতিক কর্মীরা একে অপরের দিকে গুলি চালালে পিপিপি সমর্থিত একজন ও জিডিএ সমর্থিত একজন কর্মী নিহত হন। ঘটনাটি ঘটেছে লারকানার মাহোতা পুলিশ স্টেশন এলাকায়। 

[৪] ক্রসফায়ারে গুলিবিদ্ধ হন পুলিশের একজন এএসআই। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। মাহোতা পুলিশ বলেছে, রাজনৈতিক কারণেই পিপিপি ও জিডিএ কর্মীরা গোলাগুলি করেছে। 

[৫] সূত্রগুলো বলেছে, এমপিএ নির্বাচিত সোহল আহমেদ সিয়াল জুলফিকার আলী ভূট্টো এবং বেনজির ভূট্টোর সমাধির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সিয়ালের সমর্থকরা তাকে স্থানীয় একটি হোটেলের সামনে দাঁড় করায় এবং সেখান এমপিএর ভাই তারিক সিয়াল জিডিএ প্রার্থীকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তৃতা করেন। তাতেই সংঘর্ষ বেঁধে যায়। 

[৬] লারকানার এসএসপি বলেছেন, ডিএসপি, এএসআই এবং একজন পুলিশ ক্রসফায়ারে আহত হয়েছে। তিনি বলেন, একজন নিহত হওয়া ছাড়াও দুইজন রাজনৈতিক কর্মী নিহত হওয়ার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। 

[৭] ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন লারকানার ডিআইজি নাসির আলতাফ পাঠান। সম্পাদনা: রাশিদ 

আইএস/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়