শিরোনাম
◈ একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি (ভিডিও) ◈ ড. ইউনূস পদত্যাগ করলে দেশ কোন সংকটে পড়বে? ◈ আইসিজেতে দায়ের ১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল ◈ রাজনীতিতে নতুন বাঁক, সংকট উত্তরণে দ্রুত রোডম্যাপে সমাধান দেখছে বিএনপি ◈ নির্বাচনের রোডম্যাপ জুনেই চায় জামায়াত: আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের ◈ সন্ধ্যায় ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি ◈ সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা ◈ মাঠ কাঁপা‌তে জুনে দে‌শে আস‌ছেন তিন প্রবাসী ফুটবলার ◈ অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে ◈ ইতা‌লিয়ান ফুটবল লি‌গ চ্যাম্পিয়ন নাপোলি

প্রকাশিত : ৩১ মে, ২০২২, ০৯:২২ সকাল
আপডেট : ৩১ মে, ২০২২, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পতাকা মিছিল করে আল-আকসায় হামলা চালিয়েছে ইসরায়েল 

ফিলিস্তিনি পতাকা

ওয়ালিউল্লাহ সিরাজ: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী শতায়েহ সোমবার বলেছেন, ইসরায়েলের লোকেরা পতাকা মিছিল করে জেরুজালেমের আল-আকসা মসজিদে বারবার হামলা চালিয়েছে। তারা সকল আন্তর্জাতিক চুক্তি অতিক্রম করেছে। একটি ঐতিহাসিক স্থাপনায় বারবার এভাবে হামলা চালানো কখনো সামঞ্জস্যপূর্ণ নয়। আল জাজিরা

প্রধানমন্ত্রী আরো বলেন, পতাকা মিছিল শেষে ইসরায়েলিদের বিভিন্ন গ্রুপ ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে হামলা চালায়। অনেকের বাড়ি-ঘর ভেঙ্গে দেয়। অনেক ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কিছু ইহুদি আল-আকসা প্রাঙ্গণে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ভয় ধরিয়ে দিতে চেয়েছে। আল-আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। আল-আকসা মুসলিমদের পবিত্র কেবলা ছিলো। আর ইহুদির কাছে আল-আকসা টেম্পল মাউন্ট নামে পরিচিত।  রোববার জেরুজালেমে পতাকা মিছিল করে ইসরায়েল। ১৯৬৭ সালে ইসরায়েল অবৈধভাবে শহরের পূর্ব অর্ধেক দখল করেছিলো। বেশিরভাগ ইহুদি ইসরায়েল এই দিনটিকে জেরুজালেমের দিন হিসেবে দেখে। এ দিন ইসরায়েলের পতাকা মিছিলে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেয়। এ মিছিলে ১০ হাজার মানুষের কাছে ইসরায়েলের পতাকা ছিলো।

ইসরায়েলিদের পতাকা মিছিলের সময় কমপক্ষে ৮১ জন আহত হন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, ইসরায়েলিরা পতাকা মিছিলের সময় বুলেট ও মরিচ স্প্রে করে এমনকি গোলাবারুদও ছোড়ে। আহতদের মধ্যে অন্তত ২৮ জনকে চিকিৎসার জন্য হাসপতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়