শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১০:২০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের কিডজানিয়া পার্কে প্রাপ্তবয়স্ক জীবনের অভিজ্ঞতা পাবে শিশুরা

মিহিমা আফরোজ: বিশ্বের জনপ্রিয় থিম পার্কগুলোর মধ্যে জাপানের কিডজানিয়া অন্যতম। মূলত এই পার্কে শিশুরা প্রাপ্তবয়স্ক জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। জাপান ছাড়াও কাতার, দুবাই ও মালয়েশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশে এই পার্ক রয়েছে। সূত্র: স্টার্টআপ পাকিস্তান

সম্প্রতি লন্ডনেও এই পার্ক চলু হতে চলেছে। মাইকেল বুথ নামে একজন ব্যাক্তি তার ছেলেদেরকে সঙ্গে নিয়ে কিডজানিয়া থিম পার্ক পরিদর্শন করেছেন এবং উত্তেজনাপূর্ণ দুঃসাহসিক কাজের সাক্ষী হয়েছেন।

মাইকেল বুথ পার্কের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পার্কে তার সাত বছর বয়সী ছেলে নতুন বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির সময় একটি চুরি যাওয়া মানিব্যাগ খুঁজে পেয়েছে এবং এর মালিককে খুঁজে বের করার জন্য একসঙ্গে কাজ করেছে। তাদের এই কাজ অন্য সকল পর্যটকদের দৃষ্টি আকর্ষন করেছে। অন্যদিকে, তার চার বছর বয়সী ছেলে রাস্তার ধারে আগ্রহের সঙ্গে পিৎজা তৈরির কাজে অংশ নিয়েছিল। তার ছেলেদের এই কাজগুলোতে তিনি গর্বিত।

ক্রমবর্ধমান বৈশ্বিক থিম পার্ক চেইনের অনেকগুলো শাখার মধ্যে টোকিও কিডজানিয়া পর্যটকদের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই পার্কটি একটি ছোট্ট শহরের মতো করে তৈরি করা হয়েছে। এটির মধ্যে রয়েছে কৃত্রিম আকাশ, রাস্তা এবং ৭০টি ভিন্ন ভিন্ন স্থাপনা। 

৪ বছর থেকে ১৫ বছর বয়স পর্যন্ত হাজার হাজার শিশু প্রতিদিন এই পার্কটি পরিদর্শন করে এবং বিভিন্ন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়