শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক সেবনের স্বীকারোক্তিতে বাতিল হতে পারে প্রিন্স হ্যারির মার্কিন ভিসা

রাশিদুল ইসলাম: ব্রিটেনের প্রিন্স হ্যারি তার মার্কিন স্ত্রী মেগান মার্কেল ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রেই থাকছেন। এক টিভি সাক্ষাতকারে প্রিন্স হ্যারি স্বীকার করেছেন তিনি অতীতে কোকেইন, গাঁজা ও ম্যাজিক মাশরুম সেবন করেছেন। তার এই স্বীকারোক্তি কাল হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন আইনজীবী। এরফলে ভবিষ্যতে প্রিন্স হ্যারি মার্কিন ভিসা নাও পেতে পারেন। ডেইলি মেইল

সাবেক ফেডারেল প্রসিকিউটর নাঈমা রহমানি বলেছেন ব্রিটিশ রাজকীয় পরিবারের সদস্য বলে প্রিন্স হ্যারির এধরনের স্বীকারোক্তি মার্কিন আইনে তাকে কোনো বিশেষ সুবিধা দেবে না। হ্যারির স্মৃতি চারণ নিয়ে লেখা বই স্পেয়ারে শুধু মাদক সেবন নয় তিনি কিভাবে এক বয়স্কা নারীর কাছে কৌমার্য হারিয়েছিলেন তাও প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কম হৈ চৈ হয়নি।  

এখন মার্কিন ভিসা অফিসে হ্যারির এধরনের স্বীকারোক্তির কারণে তার স্ত্রী মেগান মার্কেলকে জবাবদিহি করতে হবে। রক্ষণশীলরা মনে করছেন ওয়াশিংটননের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে মেগানকে রীতিমত বিতর্কে লিপ্ত হতে হবে। মার্কিন ভিসা কর্মকর্তারা পরীক্ষা করে দেখবেন হ্যারি নিকট অতীতে কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে মাদক গ্রহণ করেছেন কী না। হেরিটেজ ফাউন্ডেশন বলছে হ্যারির মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি মার্কিন করদাতারা খুব গুরুতরভাবেই বিবেচনা করছে। কারণ ভিসা কর্মকর্তাদের কাছে প্রিন্স হ্যারি যদি আগে মাদক সেবনের কথা অস্বীকার করে থাকেন তাহলে তিনি মার্কিন নাগরিকত্ব নাও পেতে পারেন, এমনকি দেশটি ত্যাগ করে চলে যেতে হতে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়