শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১১:২৫ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব 

ম্যাক্রোঁ

সাজ্জাদুল ইসলাম: পার্লামেন্টকে পাশ কাটিয়ে পেনশনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি দেশটির সাধারণ মানুষ। এছাড়া দেশটির আইনপ্রণেতারারও এ নিয়ে তার ওপর ক্ষুব্ধ হয়েছেন । ম্যাক্রোঁর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এর মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটের আয়োজন করা হলো। পলিটিকো

গত সপ্তাহে সরকার ব্যাপক অজনপ্রিয় অবসর সংস্কার বিল অনুমোদন করে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করতে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আজ সোমবার ম্যাক্রোঁ ও তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে। তবে সরকারের পতন হওয়ার সম্ভাবনা নেই। তারপরও অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার বিষয়টি সরকারের জন্য বিব্রতকর। এতে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে।

বিলটির প্রতিবাদে শনিবার প্যারিসে বিক্ষোভ সহিংস রূপ নিলে পুলিশ শতাধিক লোককে গ্রেপ্তার করে। ফ্রান্সের পার্লামেন্টের সদস্য সংখ্যা ৫৭৩। আজ তার দু’টি অনাস্থা প্রস্তাবে ভোট দেবে। এতে ম্যাক্রোঁর প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নে ও তার সরকারের পদত্যাগ করতে হতে পারে।

মধ্যপন্থী দল লিখঁ প্রথম অনাস্থা ভোটের প্রস্তাব দেয়। এতে সমর্থন জানায় উগ্রডানপন্থী নুপেস জোট। এর কয়েক ঘণ্টা পর অপর উগ্রডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি পার্টি আরেকটি অনাস্থা ভোটের প্রস্তাব দেয়। পার্লামেন্টে এ দলটির ৮৮টি আসন রয়েছে।

গত বছর নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ম্যাক্রোঁর দল। তবে তা সত্ত্বেও একাধিক দলের প্রস্তাবিত এ অনাস্থা ভোট হবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ এটি করতে ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থীসহ সব দলের এক জোট হতে হবে।

এসআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়