শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০১:৫২ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, মালাউইয়ে মৃত্যু বেড়ে ৩০০

প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা

জাফর খান: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশটিতে এই পর্যন্ত ৩২৬ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঘূর্ণিঝড়ে সৃষ্ট এই বন্যা ও ভূমিধসের ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষমতা খুব সীমিত। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়েছি আমরা। এরইমধ্যে ১৩ মাসে ৩টি ঘূর্ণিঝড়ের কবলে দেশটি পড়েছে। আফ্রিকা নিউজ/ আল-জাজিরা/ ব্যংকক পোস্ট

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রেসিডেন্ট আল-জাজিরাকে বলেন, আমাদের অনতিবিলম্বে সাহায্য দরকার।

এসময় চাকভেরা দেশটির বাণিজ্যিক রাজধানী ব্লান্টায়ারের একটি আশ্রয় শিবিরে পরিদর্শনের সময় বলেন, উদ্ধারকাজের জন্য হেলিকপ্টার দরকার, যাতে আমরা কিছু খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করতে পারি।

মালাউই এবং তার প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ফ্রেডি দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার উপকূলে আঘাত হানে। গত ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলজুড়ে ঝড়ের কারণে মৃত্যুর সংখ্যা ৪০০-তে পৌছেছে। 

মালাউইয়েতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থদের জন্য প্রেসিডেন্ট দেড় মিলিয়ন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন।

জেকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়