শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩, ০৮:৪৩ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইড পার্কের নিয়ম ভাঙলেন সুনাক 

জাফর খান: কুকুরের গলায় দড়ি না বেঁধে পার্কে ছেড়ে দিয়ে এবারে নিয়ম ভাঙলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অথচ হাইড পার্কে স্পষ্টৎ লেখা রয়েছে, কুকুর নিয়ে ভ্রমণ করা যাবে কিন্তু ছেড়ে দেয়া যাবে না। গলায় দড়ি বেঁধে রাখতে হবে।

টিকটকার লুসি ম্যাকডোনাল্ডের এক ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তার লাল রঙের দুই বছর বয়সী ল্যাব্রেডার জাতের ‘নোভা’ নামের কুকুরটিকে ছেড়ে দিতে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন। এসময় পার্কটির সেরপেনটাইন হ্রদের কাছে সুনাক তার স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। মেট্রো/মিন্ট/ইন্ডিয়া ডট কম 

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটির শুরুতে সতর্কীকরনের নির্দেশিকাটি যেপাশে লিখা ছিল তা দেখানো হয়। নির্দেশিকায় লেখা রয়েছে- পার্কে আসা কুকুর যার যার নিজেদের সঙ্গে রাখতে হবে। কেউ তার সঙ্গে থাকা কুকুরটি ছেড়ে দিলে তা ১৯৮১ সালের ওয়াইল্ড লাইফ এন্ড কাউন্ট্রিসাইড অ্যাক্ট ১৯৮১ অনুযায়ী অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে।

এই বিষয়ে মেট্রোপলিটন পুলিশের এক মূখপাত্র বলেন, আমরা ভিডিওতে যখন কুকুরটিকে দেখেছি ঘুরে বেড়াচ্ছে তখন সতর্কাবস্থায় ছিলাম।
 
এদিকে প্রধানমন্ত্রীর এক মূখপাত্র আইটিভি নিউজকে জানিয়েছেন, আমি এই ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছিনা। আপনারাই তা দেখে নিন। এসময় ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় বইয়ে যেতে দেখা গেছে। 

দুইমাস আগেও সুনাক গাড়িতে সিট বেল্ট না বাধায় তাকে জরিমানা করা হয়েছিল। এর আগে অর্থমন্ত্রী থাকাকালীন কোভিড লকডাউনের সময় সরকারী কার্যালয়ের অভ্যন্তরে পার্টিতে অংশ নেওয়ায় ৫০ পাউন্ড জরিমানাও গুনতে হয়েছিল বর্তমান এই প্রধানমন্ত্রীকে। পার্টি গেইট কেলেংকারী নামে পরিচিত ওই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ আরো ডজনখানেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

জেকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়