শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট প্রার্থী তিনুবু এগিয়ে থাকার আভাস

বোলা তিনুবু

সাজ্জাদুল ইসলাম: নাইজেরিয়ার প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন দলের প্রার্থী এগিয়ে রয়েছে বলে আভাস পাওয়া। তবে রাজনৈতিক দলের বাইরের প্রার্থী পেটার ওবি বিস্ময়করভাবে লাগোসে জয় পেয়েছেন। লাগোস হচ্ছে দেশটির বৃহত্তম নগরী ও অর্থনৈতিক পাওয়ার হাউস। দ্য গার্ডিয়ান

কয়েক বছর ধরে চলা নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সংকট চলার পর এ নির্বাচনকে নাইজেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। অনেকের ধারণা, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন ও সমস্যাগুলো নিরসনে অগ্রগতি আফ্রিকার বিরাট অঞ্চলের স্থিতিশীলতা মূল চাবিকাঠি হিসেবে কাজ করতে পারে।

১৮ জন প্রার্থী বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হওয়ার আসে করছেন। দু’মেয়াদে ক্ষমতা থাকার পর বুহারি এখন ক্ষমতা থেকে সরে যাচ্ছেন। তবে মাত্র তিন জন প্রার্থীকে তার স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য বলে মনে করা হয়। তাদের মধ্যে বোলা তিনুবু৭০)র জয়ের সম্ভাবনা বেশি। তিনি ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস(এপিসি)এর প্রার্থী। অন্য দু’জন হলেন বিরোধী দল পিপলস ডেমোক্রাটিক পার্টির(পিডিপি) আতিকু আবুবকর ও লেবার পার্টির পেটার ওবি।  

তিনুবু ও আতিকু(৭৬) নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী সদস্য। তবে ওবি(৬২) কে ব্যতিক্রমী বলে মনে করা হচ্ছে। ধনাঢ্য ব্যবসায়ী ওবির প্রতি তরুণ সমাজের ব্যাপক সমর্থন রয়েছে। লাগোস কেন্দ্রের  প্রাথমিক ফলাফল সংগ্রহ কেন্দ্র সোমবার জানায়, ক্ষুদ্র দল লেবার পার্টির ওবি এপিসি প্রার্থী তিনুবু থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। ওবি  পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৪৫৪ ভোট আর তিনুবু পেয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৬০৬ ভোট। বিগত ২০ বছর যাবত এপিসি লাগোসের ক্ষমতায় ছিল। তাই লাগোসের এ ফলাফল বিস্ময়কর।

প্রাথমিক খবরে এ আভাস দেয়া হয়, তিনুবু অন্তত অন্য দুটি রাজ্যে জয়ী হয়েছেন। তিনি তার ক্ষমতার ঘাঁটির দক্ষিণপূর্বে ভাল করেছেন। আর ওবি তার ক্ষমতার ভিত্তি দক্ষিণপূর্বে ভাল করেছেন। তার অধিকাংশ ক্ষমতার ঘাঁটিতে ভাল করেছে। অন্যত্রও তারা এগিয়ে থাকছে। লাগোসে পরাজয়ের খবরের পর এক বিবৃতিতে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, “গণতন্ত্রের সমর্থক হিসেবে আপনারা কোথায় জিতবেন, আবার কোথায়ও হারবেন। গণনা প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদেরকে শান্ত থাকতে হবে ও নিয়ম মেনে চলতে হবে।”

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হয়েছেন তার ঘোষনা দেবেন স্বাধীন নির্বাচন কমিশন। এ জন্য কয়েকদিন সময় লাগতে পারে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোটগণনার একটি অংশের ফলাফল এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে। 

এসআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়