শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিয়েভের সাথে বৈঠকের প্রস্ততিতে একমত ইইউ

উরসুলা ভন দ্যার লিয়েন-ভলোদিমির জেলেনস্কি

জাফর খান: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দ্যার লিয়েন সাক্ষাত করছেন। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা হলেও ইউরোপীয় ইউনিয়নে দেশটির দ্রুততম সময়ের মধ্যে সদস্যপদ লাভের বিষয়ে উরসুলা জেলেনস্কিকে কোনো আশা প্রদান করেননি। আল-জাজিরা

গত বৃহষ্পতিবার ট্রেনযোগে কিয়েভে পৌছান উরসুলা। তিনি আগামী ২৪ ফেব্রুয়ারী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীতে দেশটির প্রতি সমর্থন যোগাতে কিয়েভে পৌছেছেন। আজ শুক্রবার এক বৈঠকে  ২৭- ইউ ন্যাশনাল লিডার চার্লস মিশেলের সাথেও ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠক হবার কথা রয়েছে।

এ সময় জেলোনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরো নানামুখী নিষেধাজ্ঞার উপর জোর আবেদন জানান। পরে উরসুলা এক ভিডিও বার্তায় রাশিয়ার বিরুদ্ধে নিষধাজ্ঞা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও কিয়েভের সহমতের বিষয়ে জানান।

তিনি বলেন,যুদ্ধে দেশটির সাধারন মানুষে প্রাণ রক্ষার্থে ইউ কাজ করারা পাশাপাশি জ্বালানি সরবরাহেও সহায়তা করবে । তবে ইউরোপীয় ইউনিয়নের  সদস্যপদ যে কোনো সময় পেতে পারবে বলেও জানান তিনি।তা কিছুটা সময় সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি। 

আল-জাজিরার সাংবাদিক নাতাশা বাটলার এক প্রতিবেদনে জানান, কিয়েভ ইউ এর পূর্ণ সদস্য হয়ে পশ্চিমা গোষ্ঠীর দিকে ঝুকছে। তবে সদস্যপদ পেতে বেশ কিছু শর্তাবলী পুরনের পরেই কেবল ইউক্রেন তা লাভ করবে বলেও তিনি প্রতিবেদনে উল্লেখ করেন। এর আগে ২০ বছর অপেক্ষার পর ২০১৩ সালে সবশেষ ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন এর সদস্যপদ লাভ করে।

জেকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়