শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিয়েভের সাথে বৈঠকের প্রস্ততিতে একমত ইইউ

উরসুলা ভন দ্যার লিয়েন-ভলোদিমির জেলেনস্কি

জাফর খান: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দ্যার লিয়েন সাক্ষাত করছেন। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা হলেও ইউরোপীয় ইউনিয়নে দেশটির দ্রুততম সময়ের মধ্যে সদস্যপদ লাভের বিষয়ে উরসুলা জেলেনস্কিকে কোনো আশা প্রদান করেননি। আল-জাজিরা

গত বৃহষ্পতিবার ট্রেনযোগে কিয়েভে পৌছান উরসুলা। তিনি আগামী ২৪ ফেব্রুয়ারী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীতে দেশটির প্রতি সমর্থন যোগাতে কিয়েভে পৌছেছেন। আজ শুক্রবার এক বৈঠকে  ২৭- ইউ ন্যাশনাল লিডার চার্লস মিশেলের সাথেও ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠক হবার কথা রয়েছে।

এ সময় জেলোনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরো নানামুখী নিষেধাজ্ঞার উপর জোর আবেদন জানান। পরে উরসুলা এক ভিডিও বার্তায় রাশিয়ার বিরুদ্ধে নিষধাজ্ঞা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও কিয়েভের সহমতের বিষয়ে জানান।

তিনি বলেন,যুদ্ধে দেশটির সাধারন মানুষে প্রাণ রক্ষার্থে ইউ কাজ করারা পাশাপাশি জ্বালানি সরবরাহেও সহায়তা করবে । তবে ইউরোপীয় ইউনিয়নের  সদস্যপদ যে কোনো সময় পেতে পারবে বলেও জানান তিনি।তা কিছুটা সময় সাপেক্ষ বলেও মন্তব্য করেন তিনি। 

আল-জাজিরার সাংবাদিক নাতাশা বাটলার এক প্রতিবেদনে জানান, কিয়েভ ইউ এর পূর্ণ সদস্য হয়ে পশ্চিমা গোষ্ঠীর দিকে ঝুকছে। তবে সদস্যপদ পেতে বেশ কিছু শর্তাবলী পুরনের পরেই কেবল ইউক্রেন তা লাভ করবে বলেও তিনি প্রতিবেদনে উল্লেখ করেন। এর আগে ২০ বছর অপেক্ষার পর ২০১৩ সালে সবশেষ ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন এর সদস্যপদ লাভ করে।

জেকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়