শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ: ওবায়দুল কাদের ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে রাষ্ট্রপতি ভবনের নাম ‘মোগল গার্ডেন’ বদলে হল ‘অমৃত উদ্যান’

রাশিদুল ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবন ‘মোগল গার্ডেন’-এর নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ রেখেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপ প্রেসসচিব নবিকা গুপ্ত বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে ‘অমৃত উদ্যান’ নাম দিয়েছেন। পারসটুডে 

এদিকে, এ নাম পরিবর্তন নিয়ে বিরোধীরা সমালোচনায় সোচ্চার হয়েছে। সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন ‘মিম’-এর মুখপাত্র ওয়ারিস পাঠান কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, মোঘল গার্ডেন ও টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করলে ভারতের উন্নয়ন হবে? বেকারত্বের অবসান হবে? পেট্রোল-ডিজেলের দাম কী কমবে?

সরকারকে অভিযুক্ত করে ওয়ারিস পাঠান আরও বলেন, ‘বিজেপি আসল বিষয় থেকে মনোযোগ সরাতে ‘নামকরণের রাজনীতি’ করছে।’ ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদে একইভাবে টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তন করেছে বিজেপি। ‘মিম’ নেতা ওয়ারিস পাঠান সম্প্রতি টিপু সুলতানকে মহান বলে বর্ণনা করেছিলেন এবং টিপু সুলতান গার্ডেনের নাম পরিবর্তনের জন্য মহারাষ্ট্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন।

মোগল গার্ডেনের নাম পরিবর্তনের বিষয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের  নেতা রশিদ আলভি বলেন, ‘এটা বিজেপি সরকারের অভ্যাস, এরা শহর ও রাস্তার নাম পরিবর্তন করে দেয়। এবার উদ্যানের নামও পরিবর্তন করে দিয়েছে। আমি এর নিন্দা করছি। অন্য কারো তৈরি করা কোনও কিছুর নাম পরিবর্তন করার অধিকার তাদের নেই। এটাকে উন্নয়ন বলা যায় না। সরকার এখন বিবেকহীন মানুষের হাতে চলে এসেছে।’

বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা রশিদ আলভি আরও বলেন, ‘আপনারা গার্ডেন তৈরি করে তার নাম দিন।’

মৌলভি সাজিদ রশিদ মোগল গার্ডেনের নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন। মৌলভি সাজিদ রশিদ মোগল গার্ডেনের নাম পরিবর্তনকে হিন্দুদের খুশি করার সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। সাজিদ রশিদ বলেন, ‘হিন্দুদের খুশি করার জন্য মোগল গার্ডেনের নাম পরিবর্তন করা হয়েছে।’ 

প্রসঙ্গত, এর আগে অনেক সড়ক, স্টেশন এমনকি শহরের নাম পরিবর্তন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেগুলোর পুরনো নামের সঙ্গে জড়িয়ে ছিল মোগল আমল। উত্তর প্রদেশের  ‘মোগলসরাই স্টেশন’-এর নাম পরিবর্তন করে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে ‘কর্তব্যপথ’। এলাহাবাদের নাম হয়েছে ‘প্রয়াগরাজ’।  এ সব নিয়ে কেন্দ্রীয় সরকার সমালোচনার মুখে পডলেও এবার ফের মোগল গার্ডেনের নাম পরিবর্তন করা হল।        

  • সর্বশেষ
  • জনপ্রিয়