শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেমের একটি উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৭

ছবি: বিবিসি

আখিরুজ্জামান সোহান: পূর্ব জেরুজালেমে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত সাতজন নিহত এবং অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে ঘটনাটি ঘটেছে শহরের নেভ ইয়াকভ এলাকায়। বিবিসি

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১০জন নিহত হয়েছে বলে জানিয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত ব্যক্তিও রয়েছেন।

দেশটির পুলিশ বিভাগ বলছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। এদিকে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
  
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমরা  ইসরাইলি জনগণের সাথে সংহতি জ্ঞাপন করছি। । এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
 
বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক অভিযানের সময় নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।
 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়