শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০১:০২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওয়াশিংটন কমান্ডারস’ নামের

ওয়াশিংটন পোস্ট বিক্রি করে ফুটবল দল কিনবেন জেফ বেজোস

রাশিদুল ইসলাম: মার্কিন উদ্যোক্তা জেফ বেজোস ব্যবসায় মুনাফাকে প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক। তাই তিনি প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিকানা বিক্রি করে ‘ওয়াশিংটন কমান্ডার্স’ নামে একটি মার্কিন ফুটবল দল কিনতে যাচ্ছেন বলে নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, ওই ফুটবল দল কেনার জন্য বেজোস এখন ‘পথ পরিষ্কারের উপায় খুঁজছেন’। এর আগে ২০১৩ সালে ২৫০ মিলিয়ন ডলারে ওয়াশিংটন পোস্ট কিনেছিলেন এই ধনকুবের। ওয়াশিংটন পোস্টের মধ্যে কি চলছে তা সম্পর্কে জানে এমন একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে গণমাধ্যমটির সিনিয়র কর্মীদের সঙ্গে আলোচনা করেন জেফ বেজোস। সেখানে তিনি জানিয়েছেন যে, তার ওয়াশিংটন পোস্ট বিক্রির কোনো ইচ্ছা নেই। 

কিন্তু আরেক সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট আসলেই বিক্রির জন্য তোলা হচ্ছে। ওই সূত্রের পুরো পরিস্থিতির সঙ্গে সরাসরি ধারণা রয়েছে, যদিও তিনি তার নাম প্রকাশ করতে চাননি। সংবাদমাধ্যম বেঁচা- কেনার সঙ্গে সংশ্লিষ্ট অপর একজন দাবি করেছেন, তিনিও শুনেছেন ওয়াশিংটন পোস্ট বিক্রি করে দেয়া হবে। তবে জেফ বেজোসের এক মুখপাত্র জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট বিক্রি করা হবে না।

এছাড়া সংবাদমাধ্যমটির একজন মুখপাত্রও এটি অস্বীকার করেছেন। গত সপ্তাহে রিপোর্ট পাওয়া যায় যে, কমান্ডার্স ক্লাব বিক্রির চেষ্টা করছে এর মালিক। এরইমধ্যে এই বিক্রির প্রথম দফা বিডও হয়ে গেছে। বেজোস এই ক্লাব কিনতে চান কিনা তা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো কথা বলেন নি। যদিও গত বছরের নভেম্বরে সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ফুটবল তার প্রিয় খেলা। 

ওয়াশিংটন পোস্টের মালিক হলেও জেফ বেজোস মূলত পরিচিত তার কোম্পানি আমাজনের কারণে। ফোর্বসের হিসেবে, বর্তমানে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১২০ বিলিয়ন ডলার। বেজোস একাধিক বার বলেছেন, কোনো সংবাদমাধ্যমের মালিক হওয়ার লক্ষ্য তার ছিল না। কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অনলাইনের পরিধি বাড়াতে ২০১৩ সালে ডোনাল্ড গ্রাহামের কাছ থেকে ওয়াশিংটন পোস্ট কিনে নেন তিনি। জেফ বেজোসের অধীনে ওয়াশিংটন পোস্টের পরিধি আরও বাড়ে, লাভের মুখ দেখে এটি। ২০২১ সালে বেজোস বলেন, আমার বয়স যখন ৯০ হবে তখন আমি ওয়াশিংটন পোস্টকে নিয়ে গর্ব অনুভব করবো। আমি এই গণমাধ্যমটি কিনে একে কঠিন সময় পাড় করতে সাহায্য করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়