শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ছাড়া যথেষ্ট শক্তিশালী নয় ইউরোপ: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

সানা মারিন

মিহিমা আফরোজ: ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছে তাদের। বিবিসি

ন্যাটো সামরিক জোটে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরকালে বলেছেন, ইউরোপের প্রতিরক্ষা অবশ্যই জোরদার করতে হবে। ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন তিনি। সানা মারিন মনে করেন, যুক্তরাষ্টের সমর্থন ছাড়া ফিনল্যান্ড ও ইউরোপ সমস্যায় পড়তে পারে।

ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ১৮.৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে সহয়তাকারী দ্বিতীয় বৃহত্তম সংগঠন হলো ইউরোপিয়ান ইউনিয়ন, এরপর যুক্তরাজ্য। তবে তাদের সহায়তার পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। 

ইউক্রেনকে সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সামরিক ভাণ্ডার কমে গেছে। যে কারণে ইউরোপীয় প্রতিরক্ষাবাহিনীকে শক্তিশালী করতে আরও কিছু পদক্ষেপ দরকার। গত শুক্রবার সিডনিতে সানা মারিন বলেন, ইউক্রেনকে প্রচুর অস্ত্র, প্রচুর আর্থিক সাহায্য, প্রচুর মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেছেন, ইউরোপীয় প্রতিরক্ষাবাহিনীর সক্ষমতা তৈরিতে ইউরোপকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে এবং আমরা যেন বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারি এ বিষয়টিও নিশ্চিত করতে হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়