শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড কিউবা, ২০ লাখ মানুষ বিদ্যুৎহীন ফ্লোরিডায়

ইমরুল শাহেদ: কিউবাকে লণ্ডভণ্ড করে ঘূর্ণিঝড় আয়ান বুধবার আঘাত হানে ফ্লোরিডায়। আঘাত হানার আগেই ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হয়। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। আয়ানের আঘাতে সম্ভাব্য ‘বড় বিপর্যয়ের’ জন্য প্রস্তুত হতে মঙ্গলবার আগেভাগেই সতর্ক করেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। তারপরও ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিবিসি, সিএনএন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড বেগে প্রবাহিত হওয়া এই ঝড়ের কারণে প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি ও ফ্লোরিডার উক্ত অঞ্চলে বন্যা দেখা দেয়। এছাড়া সমুদ্রে সৃষ্টি হয় বিধ্বংসী প্রবল ঢেউ। ইতোমধ্যেই ঢেউয়ের আঘাতে তলিয়ে যাওয়া একটি জাহাজের ২৩ জন অভিবাসীর তল্লাশি চালাতে শুরু করেছে মার্কিন সীমান্ত টহলদার বাহিনী।

ঘূর্ণিঝড়টি যখন ফ্লোরিডার ফোট মেয়ার্স বন্দরে আঘাত হানে তখন বাতাসের গতিবেগ ছিল ২৪১ কিলোমিটার। ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস বলেছেন, তাদের আগামী কয়েকদিন বেশ খারাপ ভাবেই কাটবে। পূর্বাহ্নে দেওয়া গভর্নরের সতর্কবার্তার পর স্থানীয় বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি মজুত করা শুরু করেন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার স্যানিবেল আইল্যান্ডে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় ‘আয়ান’। দক্ষিণ-পশ্চিমের আঞ্চলিক বিমানবন্দরটি জানিয়েছে, ঐ এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ মাইল। পিনেলাস কাউন্টিতে ৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্য কাউন্টিগুলোতেও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যায় সরকারের বিভিন্ন বাহিনী। 

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বুধবার জানিয়েছিল, বর্তমান অবস্থান থেকে উত্তর দিকে অগ্রসর হওয়ায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় আয়ান ‘দ্রুত শক্তিশালী’ হওয়ার শঙ্কা রয়েছে। বাসিন্দাদের শান্ত থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর বলেন, ‘এটি (আয়ান) এ মুহূর্তে সত্যিই একটি বড় ঘূর্ণিঝড়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়