শিরোনাম
◈ বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ◈ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ◈ নিজ দেশেই বোমা হামলা পাকিস্তান বিমানবাহিনীর, নারী-শিশুসহ নিহত ৩০ ◈ ছাত্রদলের দাবির মুখে পেছালো রাকসু নির্বাচন ◈ বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশের অর্জনে সহায়ক হবে, মঈন খানের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ◈ আমাকে দোষী বানাতে ‘ভুয়া’ নথি ব্যবহার হচ্ছে: দাবি টিউলিপের ◈ আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত: ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ ◈ ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে: চলতি বছরে ১৭৯ জন নিহত, হাসপাতালে আসার মাত্র দু-তিন দিনের মধ্যে প্রাণহানি বেশি ◈ বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে: রুহুল কবির রিজভী ◈ যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'রাগাসা' ভয়ঙ্কর রূপ ধারণ করছে , আতঙ্কে একাধিক ফ্লাইট বাতিল

সুপার টাইফুন ‘রাগাসা’-র সম্ভাব্য আঘাতের কারণে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন সোমবার (২২ সেপ্টেম্বর) ঘোষণা দিয়েছে যে, তারা হংকং (HKG) এবং শেনজেন (SZX) রুটের একাধিক ফ্লাইট বাতিল করেছে। সেখানকার আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটি ২৩ ও ২৪ সেপ্টেম্বর হংকং ও শেনজেন শহরজুড়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে হংকং ও ব্যাংককের মধ্যে চলাচলকারী শাটল ফ্লাইটগুলিও ২৩ ও ২৪ সেপ্টেম্বরের জন্য বাতিল করা হয়েছে।

এমিরেটস এক বিবৃতিতে জানিয়েছে, যেসব যাত্রী দুবাই হয়ে হংকং বা শেনজেন যাচ্ছিলেন, তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা শুরু করতে দেওয়া হবে না।

এসব যাত্রীদেরকে নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে পুনরায় বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা সরাসরি এমিরেটস থেকে টিকিট কিনেছেন, তারা এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এদিকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যা থেকে ৩৬ ঘণ্টার জন্য সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোয়ান্টাস এয়ারওয়েজ।

কোয়ান্টাস এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরটি ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা (স্থানীয় সময়) থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যেসব যাত্রীর ফ্লাইট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার দুপুরে সর্বনিম্ন সতর্কতা সংকেত দেওয়া হবে এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে তা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত-এ উন্নীত করা হবে।

মঙ্গলবার থেকে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটবে এবং বুধবার ঝড়ো থেকে ঘূর্ণিঝড়-মাত্রার বাতাসে হংকং প্রভাবিত হবে। উপকূলীয় এলাকা ও পাহাড়ি অঞ্চলে হারিকেন-গতির বাতাস বয়ে যেতে পারে।

হংকংয়ের সবচেয়ে বড় বিমানসংস্থা ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ জানায়,  তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত তাদের ফ্লাইটে প্রভাব না পড়লেও পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য,  ফিলিপাইনে টাইফুন রাগাসার প্রভাবে ম্যানিলা ও আশপাশের এলাকায় অফিস ও স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে লুজোনের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়টি প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে আঘাত হানতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়