শিরোনাম
◈ জিম, শপিং মল আর গোপন পার্টি অফিস—কলকাতায় জমজমাট আওয়ামী লীগের রাজনীতি ◈ দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ ◈ স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ◈ ২০২৬ সালে যেদিন শুরু হতে পারে রমজান মাস ◈ ফের কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া ◈ বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী: চার সমঝোতা স্মারকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে ◈ নির্বাচন নিয়ে কারও কারও বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে: তারেক রহমান ◈ টাঙ্গাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ আইনজীবীরা ◈ নোয়াখালীতে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস ◈ কুমিল্লায় শিশুশ্রমের তদন্তে গিয়ে শ্রম পরিদর্শক অবরুদ্ধ, ফ্রি খাবারের অভিযোগে দ্বন্দ্ব

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার নির্ধারিত স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হয়েছে এ বৈঠক।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে গতকাল রোববার রাতেই ওয়াশিংটনে পৌঁছেছিলেন জেলেনস্কি। তারপর আজ সোমবার দুপুর ঠিক ১টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে পৌঁছান জেলেনস্কি।

ট্রাম্প-জেলেনস্কির এ বৈঠকে জেলেনস্কির সঙ্গে আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ।

আর ট্রাম্পের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

আজ হোয়াইট হাউসে যে ইস্যুতে বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে, গত শুক্রবার একই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। রাশিয়ার সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার একটি সেনাঘাঁটিতে হয়েছিল সেই বৈঠক। পুতিনের সঙ্গে বৈঠক করার তিন দিনের মাথায় জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক উপলক্ষে ওয়াশিংটনে পৌঁছেছেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তাদের সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি।

শিডিউল অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সূত্র : সিএনএন/বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়