শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এআই-চালিত নতুন ইমিগ্রেশন ব্যবস্থা, মাত্র কয়েক সেকেন্ডে সম্পন্ন হচ্ছে পুরো প্রক্রিয়া

আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪ সালেও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে, জানায় এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI) ওয়ার্ল্ড। যাত্রীরা এই নতুন সেবায় দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন যাত্রী সেবায় নতুন মাইলফলক ছুঁয়েছে। বিমানবন্দরটিতে  চালু হয়েছে অত্যাধুনিক এআই-চালিত করিডর, যার মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ ১০ জন যাত্রী মাত্র কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন পার হতে পারবেন। আর এক্ষেত্রে প্রয়োজন হবে না কোন স্টপেজে দাঁড়ানো কিংবা পরিচয়পত্র দেখানো।

স্থানীয় সংবাদমাধ্যম আলখালিজ জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা ইমিগ্রেশন পার হওয়ার আগেই শনাক্ত করে নেবে তাঁর পরিচয়সহ সকলকিছু। বিষয়টি নিশ্চিত করেছেন  দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি।

তাঁর ভাষ্য অনুযায়ী, এই এআই করিডর শুধু প্রক্রিয়া দ্রুত করছে না, বরং বিমানবন্দরের ধারণক্ষমতাও দ্বিগুণ করেছে। একই সঙ্গে এটি ভুয়া পাসপোর্ট শনাক্তে সহায়তা করছে, কারণ কোনো সন্দেহজনক নথি স্বয়ংক্রিয়ভাবে ফরজারি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এটি বিশ্বের প্রথম সেবা, যা ভ্রমণকারীদের হাতে তুলে দিচ্ছে ‘সীমাহীন ভ্রমণের অভিজ্ঞতা’।

মোহাম্মদ আমের (সিরিয়া) জানান, “আমি পরিবারসহ ভ্রমণ করেছি। অভিজ্ঞতাটা ছিল একেবারেই অনন্য। প্রক্রিয়াগুলো এত দ্রুত সম্পন্ন হলো যে, এখন আর পাসপোর্ট কন্ট্রোলে দাঁড়াতে হচ্ছে না।”

অন্য এক যাত্রী, মাহমুদ বালু (কানাডা) বলেন, “দুবাই নতুন প্রযুক্তি গ্রহণ করে অপেক্ষার সময় কমাচ্ছে এবং ভিড়ও নিয়ন্ত্রণ করছে। এতে ভ্রমণ অনেক বেশি সহজ ও আনন্দদায়ক হয়ে উঠেছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়