শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা ◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-মোদি ফোনালাপ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর এ নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির প্রতিবেদন মতে, ট্রাম্পের শুল্ক ঘোষণার ফলে বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে শুক্রবার (৮ আগস্ট) দুই নেতা ফোনে কথা বলেন। এতে ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন মোদি। এক এক্স পোস্টে পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে তিনি বলেছেন, বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল ও বিস্তারিত আলাপ হয়েছে। ইউক্রেনের সবশেষ পরিস্থিতি কথা বলায় তাকে ধন্যবাদ।’
 
তিনি আরও বলেছেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।’
 
 গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারপরই মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে পুতিনের।
 
গত বুধবার (৬ আগস্ট) ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ চলতি মাসের ২৭ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা।
 
ট্রাম্প জানান, ভারতীয় সংস্থাগুলো রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা করছে। এর মধ্যদিয়ে তারা মূলত রাশিয়াকে যুদ্ধে ‘সাহায্য’ করছে। তার ‘শাস্তি’ হিসেবে নতুন ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
 
 তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সার্বভৌম দেশগুলোর অবশ্যই তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রয়েছে।’
 
এরপর রাশিয়া সফরে যান ডোভাল। গত বৃহস্পতিবার রাশিয়া থেকে পুতিনের ভারতের সফরের কথা জানান তিনি। চলতি বছরের শেষে ভারত সফরে আসার কথা পুতিনের। তবে তারিখ এখনও স্পষ্ট করা হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়